সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

চ্যাম্পিয়ন রোহিতদের এবার কেন সংবর্ধনা দেওয়া হলো না?

আপডেট : ১১ মার্চ ২০২৫, ১২:৪৭ পিএম

সদ্যই চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতেছে ভারত। আসর শেষ করে দেশে ফিরছেন অনেক ক্রিকেটার। কিন্তু গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের চেয়ে এবারের পরিস্থিতি ভিন্ন। সেবার শিরোপা জয়ের পর ভারতীয় ক্রিকেটারদের খোলা বাসে বরণ করা হয়েছিল, দেওয়া হয়েছিল সংবর্ধনা। এবার তেমন কিছুই হয়নি। কিন্তু কেন?

এনডিটিভি জানিয়েছে, ভারতীয় দলের সবাই একসঙ্গে দুবাই থেকে দেশে ফিরছেন না। কেউ কেউ দেশে ফিরেছেন, আবার কেউ কেউ দুবাই থেকে নিজেদের মতো করে চলে গেছেন ছুটি কাটাতে। আসলে ২২ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে আইপিএলের ১৮তম আসর। ইতোমধ্যেই বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি তাদের ক্যাম্প শুরু করে দিয়েছে। বাকি ফ্র্যাঞ্চাইজিগুলোও সেই পথে হাঁটবে দ্রুতই।

এ কারণে আইপিএলে ব্যস্ত হয়ে পড়ার আগে বেশিরভাগ ক্রিকেটার পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন। ছুটি কাটানো শেষ হলেই তারা নিজ নিজ ফ্র্যাঞ্চাইজির অনুশীলন ক্যাম্পে যোগ দেবেন। ইতোমধ্যেই রোহিত শর্মা-হার্দিক পান্ডিয়াদের মুম্বাই ইন্ডিয়ানস আর মোহাম্মদ শামির সানরাইজার্স হায়দরাবাদ অনুশীলন ক্যাম্প শুরু করেছে। সব মিলিয়ে খেলোয়াড়েরা বিচ্ছিন্ন হয়ে পড়ায় এবার তাদের শিরোপা উদযাপন হয়ে ওঠেনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত