ঝিনাইদহে জামায়াতে ইসলামীর নারী নেত্রীদের ওপর হামলার প্রতিবাদে মহেশপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার মহেশপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে এ সমাবেশের আয়োজন করে জামায়াত ইসলামের মহেশপুর উপজেলা শাখা।
উপজেলা জামায়াতের আমির ফারুক আহম্মদের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও অঞ্চল পরিচালক মো. মোবারক হোসেন। এছাড়াও কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও জেলা আমির আলী আজম মোহাম্মদ আবু বকর, ঝিনাইদহ ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মতিয়ার রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
নারী সমাবেশে বক্তাগণ নারী নেত্রীদের ওপর হামলার তীব্র নিন্দা জানান এবং জড়িতদের গ্রেপ্তারের পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। কেউ যাতে আইন হাতে তুলে না নেয় এবং সন্ত্রাসীরা নিজেদের মধ্যে মারামারি করে জামায়াতের ওপরে যেন দায় চাপিয়ে না দিতে পারে সে ব্যাপারেও সতর্ক থাকার আহ্বান করেন।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা বলেন, গত ৯ মার্চ উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের কুল্লাপাড়া গ্রামে জামায়াতের নারী কর্মীসভা চলছিল। এ সময় নারী নেত্রী হাসিনা খাতুনসহ বেশ কয়েকজনের ওপর হামলা করেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। এ ঘটনায় হাসিনা খাতুন বাদী হয়ে মহেশপুর থানায় ৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। মামলায় সোহেল আহমেদকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।