মৌলভীবাজারে ধর্ষণের শিকার ৩ বছরের শিশুটির পাশে দাঁড়ানোর কথা জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান। সোমবার (১০ মার্চ) রাতে শিশুটির মাকে ফোন করে তার চিকিৎসার সকল দায়িত্ব নেওয়ার কথা জানান। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সব ধরনের সহযোগিতারও আশ্বাস দেন তিনি।
উল্লেখ্য, গত ৩ মার্চ মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার গাজিটেকা আইলাপুরে চকলেট কিনতে গিয়ে ৩ বছরের শিশুটি ধর্ষণের শিকার হয়। আহত অবস্থায় ওই শিশুটিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়। শিশুটি থ্যালেসেমিয়া রোগেও আক্রান্ত। এ ঘটনায় অভিযুক্ত রেদওয়ান ইসলাম আরিফ বর্তমানে কারাগারে রয়েছে।