মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

কলকাতার কাছ থেকে 'প্রাপ্য সম্মান' না পেয়ে হতাশ রোহিতের সাইলেন্ট হিরো

আপডেট : ১১ মার্চ ২০২৫, ০৭:৪০ পিএম

গত এক বছর শ্রেয়াস আইয়ার যেন রোলার-কোস্টারের উপর বসেছিলেন। অনেক ঘটনা ঘটে গিয়েছে তার জীবনে। কেন্দ্রীয় চুক্তি হারানো থেকে শুরু করে ভারতীয় ক্রিকেটে কোণঠাঁসা হয়ে পড়া, সেখান থেকে ঘুরে দাঁড়ানো, কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল চ্যাম্পিয়ন করা, এর পর ভারতীয় দলে ধীরে ধীরে নিজের আলাদা জায়গা তৈরি করা, চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রান করে নজর কাড়া- এই সফর শ্রেয়সের জন্য কিন্তু সহজ ছিল না। টাইমস অফ ইন্ডিয়ায় একটি সাক্ষাৎকার দিতে গিয়ে শ্রেয়াস বলছেন, ‘সত্যি বলতে এটা একটা যাত্রা এবং আমি আমার জীবনের এই পর্যায়ে অনেক কিছু শিখেছি।’ সেই সঙ্গে কলকাতা নাইট রাইডার্স তাকে যোগ্য সম্মান না দেওয়ার হতাশাও উগরে দিয়েছেন শ্রেয়াস।

গত মৌসুমে কেকেআর শ্রেয়াসের নেতৃত্বেই তৃতীয় বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। তা সত্ত্বেও, শ্রেয়াসকে এই ফ্র্যাঞ্চাইজি ধরে রাখেনি। মেগা নিলামে ২৬.৭৫ কোটি রূপীতে পাঞ্জাব কিংস কিনে নেয় তাকে। ২২ মার্চ থেকে শুরু আইপিএল মৌসুমে পাঞ্জাবকে নেতৃত্বে দেবেন শ্রেয়াস। কেকেআর প্রসঙ্গে শ্রেয়াস বলেছেন, তার প্রচেষ্টা কখনও কখনও স্বীকৃতি পায় না, অলক্ষিতই থেকে যায়।

‘ব্যক্তিগত ভাবে আমার মনে হয়েছে যে, আইপিএল জেতার পরে আমি যে স্বীকৃতি পেতে চেয়েছিলাম, তা পাইনি। কিন্তু দিনের শেষে, যতক্ষণ আপনি নিজের প্রতি সৎ থাকছেন এবং কেউ লক্ষ্য করুক, বা না করুক, আমার সঠিক পথে এগিয়ে চলাটা আরও গুরুত্বপূর্ণ এবং আমি যা করতে থাকি।’

চ্যাম্পিয়ন্স ট্রফির পর রোহিত আলাদা করে শ্রেয়াসের প্রশংসা করেছেন, ‘সাইলেন্ট হিরো’ বলেছেন তাঁকে। অধিনায়কের প্রশংসায় শ্রেয়াস খুশি হলেও, কেকেআর-এর অবহেলাটা ভুলতে পারেননি। তাই এই প্রসঙ্গেও তিনি বলেছেন, ‘আমি যখন স্বীকৃতির কথা বলি, তখন সেটা সম্মান পাওয়ার কথাই বলে থাকি। আমি মাঠে যা কিছু চেষ্টা করি বা করছি, তার জন্য এটি (রোহিতের প্রশংসা) ছিল সম্মানের বিষয়। আমি মনে করি, কখনও কখনও এটি অলক্ষিত থেকে যায়, কিন্তু আমি যে প্রচেষ্টা চালিয়েছি, তাতে আমি সন্তুষ্ট।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত