মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

জুলাই গণঅভ্যুত্থান

২৩ রোগীর সার্জারি করলেন যুক্তরাজ্যের দুই চক্ষু চিকিৎসক

আপডেট : ১২ মার্চ ২০২৫, ০৭:০৯ এএম

দেশে জুলাই গণঅভ্যুত্থানে আহত ১২৩ জনকে চোখের চিকিৎসা দিয়েছেন যুক্তরাজ্য থেকে আসা দুই চক্ষুবিশেষজ্ঞ চিকিৎসক। তারা হলেন লন্ডনের মুরফিল্ড আই হাসপাতালের ডা. মাহি মুকিত ও ডা. নিয়াজ ইসলাম। গত ৮-১১ মার্চ চার দিন রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন আহত চক্ষু রোগীদের চিকিৎসা করেন। এ সময় তারা ২৩ রোগীর চোখের সার্জারি করেন, রোগীদের চোখের ফলোআপ ও চিকিৎসার নথিপত্র যাচাই করেন।

পরে এই দুই চিকিৎসক তাদের চিকিৎসা-সংক্রান্ত মতামত দেন। তারা জানান, বাংলাদেশের চক্ষু চিকিৎসকরা যে সেবা দিয়েছেন, তা সঠিক এবং বিশ^মানের। এ ধরনের রোগীদের যুক্তরাজ্যের লন্ডনেও একইভাবে চিকিৎসা দেওয়া হয়। আন্দোলনের সময় চোখের ভেতরের গুলি যে পদ্ধতিতে অপারেশনের মাধ্যমে অপসারণ করা হয়েছে, তা সম্পূর্ণ সঠিক।

যুক্তরাজ্যের চিকিৎসকরা আরও বলেন, কিছু গুলি চোখের বাইরে, মাথা, মুখমণ্ডল এবং শরীরের বিভিন্ন অংশে রয়েছে। সেগুলোর ব্যাপারে তারা মতামত দিয়েছেন। ভবিষ্যতে প্রয়োজনে তারা এই চিকিৎসাসেবা অব্যাহত রাখতে আগ্রহী বলেও জানান। গতকাল মঙ্গলবার দুপুরে এই দুই চিকিৎসক স্বাস্থ্য মন্ত্রণালয়ে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে সাক্ষাৎ করে তাদের বিশেষজ্ঞ মতামত দেন। তারা স্বাস্থ্য উপদেষ্টাকে তাদের কাজের চিকিৎসাব্যবস্থা সম্পর্কে অবহিত করেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত