সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

ইফতার মাহফিলে মির্জা আব্বাস

একটি বিশেষ দল সম্পর্কে সাংবাদিকরা কিছু লিখছেন না

আপডেট : ১২ মার্চ ২০২৫, ০৭:০৯ এএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘একটি বিশেষ দল সম্পর্কে সাংবাদিকরা কিছু লিখছেন না। শুধু লিখছেন বিএনপির সম্পর্কে। যতটুকু পারেন লিখছেন। কিন্তু পর্দার অন্তরালে অনেক কিছু ঘটছে সেটি আপনারা লিখছেন না।’ গতকাল মঙ্গলবার হোটেল লেকশোরে গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, ফটোসাংবাদিক ও ভিডিও সাংবাদিকদের সম্মানে ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস এ কথা বলেন।

এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকা ব্যবসায়ী সম্মেলনে (৩ আগস্ট) কোন কোন ব্যবসায়ী ছিলেন, তাদের মধ্যে কারা গ্রেপ্তার হয়েছেন, কারা হননি, কেন হননি সে বিষয়গুলো জনগণের সামনে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

মির্জা আব্বাস বলেন, ‘এরাই (ব্যবসায়ীরা) অবৈধভাবে গত ১৭ বছর টাকা কামিয়েছে এবং এ টাকা খরচ করবে বাংলাদেশ ধ্বংসের পেছনে।’

পর্দার অন্তরালে অনেক কিছু ঘটছে, যা সাংবাদিকরা লিখেছেন না উল্লেখ করে তিনি বলেন, ‘কোন ব্যবসায়ী হেলিকপ্টারে করে বেড়াতে যান? কোন ব্যবসায়ী কাকে কত টাকা দেন? কোন ব্যবসায়ীকে অনেক রাজনৈতিক দল পৃষ্ঠপোষকতা দিয়ে বাঁচিয়ে রেখেছে? যাদের নামে হত্যা মামলা থাকার পরও তারা বহাল তবিয়তে রয়ে গেছেন। জুলাই-আগস্টের হত্যা মামলা ছাড়া আগেরও তাদের বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে কিছু লেখা হচ্ছে না। আমি সাংবাদিকদের সমালোচনা করছি না, তাদের ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত