‘ডাক্তার’ পদবি ব্যবহারসংক্রান্ত রিটের রায়কে কেন্দ্র করে নানা ধরনের কর্মসূচি ও শাটডাউনের মাধ্যমে আদালতের ওপর এমবিবিএস চিকিৎসকরা অন্যায়ভাবে চাপ প্রয়োগ করছেন বলে অভিযোগ করেছেন ডিপ্লোমা চিকিৎসকরা।। তাদের দাবি, আদালতকে প্রভাবিত করার মাধ্যমে রায় নিজেদের পক্ষে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।
গতকাল মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের মওলানা আকরম খাঁ হলে ডিপ্লোমা (ডিএমএফ) চিকিৎসক ও ডিপ্লোমা মেডিকেল (ম্যাটস) শিক্ষার্থী আয়োজিত ‘স্বাস্থ্য খাতকে অস্থিতিশীলের অপচেষ্টা, আদালত অবমাননা, বিচার বিভাগকে প্রভাবিত করার অপতৎপরতার প্রতিবাদ এবং চার দফা দাবি’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, এমবিবিএস শিক্ষার্থী ও চিকিৎসকদের একটা অংশ ডিপ্লোমা কোর্স নিয়ে অপপ্রচার চালাচ্ছে। চার বছরের কোর্সকে তারা ছয় মাসের কোর্স বলে তুচ্ছতাচ্ছিল্য করছে। এমনকি আগামী ১২ মার্চ (আজ) উচ্চ আদালতের রায়ের আগেই তারা নানা হুমকি-ধমকি দিচ্ছে। সারা বিশ্বে চিকিৎসা ব্যবস্থাকে সহজ করা হচ্ছে। আর আমাদের এখানে সিন্ডিকেট করা হচ্ছে।
বক্তারা জানান, বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন বিডিএফের পক্ষ থেকে বিএমডিসি অ্যাক্ট-২০১০ এর বৈধতা নিয়ে ২০১৩ থেকেই হাইকোর্টে লড়ছে। আদালত এই মামলার রায় ঘোষণার জন্য আজ দিন ধার্য করেছেন।