মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

ওয়ানডে অধিনায়ক হওয়ার ‘ইচ্ছা আছে’ বেন স্টোকসের

আপডেট : ১২ মার্চ ২০২৫, ০৩:১৬ পিএম

টেস্ট ক্রিকেটে মনোযোগ দেওয়ার জন্য ২০২২ সালে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন বেন স্টোকস। পরে ২০২৩ বিশ্বকাপের আগে তিনি আবার দলে ফিরেছিলেন। তবে ইংল্যান্ড সেই আসরে খুব খারাপ পারফর্ম করেছিল। এরপর চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারেননি স্টোকস। এবার শোনা যাচ্ছে, জস বাটলারের জায়গায় তাকে ওয়ানডে অধিনায়ক করা হতে পারে।

দীর্ঘদিন সাদা বলে না খেললেও অধিনায়ক হতে বেন স্টোকসের সম্মতি আছে বলে ইঙ্গিত করেছেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের ম্যানেজিং ডিরেক্টর রব কি, ‘সাদা বলের নেতৃত্ব নিয়ে স্টোকসের সঙ্গে আনুষ্ঠানিক কথা হয়নি। একবার মেসেজে বলছিলাম যে, তাকে সাদা বলের নেতৃত্ব দেওয়া হতে পারে। স্টোকস সেইসময় থাম্বস-আপ ইমোজি পাঠায়। মনে হচ্ছে, তার সম্মতি আছে। আমি যদিও এখনও তাকে প্রস্তাব দেইনি।’

২০১৯ সালে ইয়ন মরগানের নেতৃত্বে ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। তিনি দায়িত্ব ছাড়ার পর সাদা বলের ক্রিকেটে অধিনায়ক করা হয় বাটলারকে। তার নেতৃত্বে ইংল্যান্ড ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে সব ম্যাচ হেরে ইংল্যান্ড বিদায় নেওয়ায় সমালোচনার ঝড় ওঠে। শেষ পর্যন্ত নেতৃত্ব ছাড়তে বাধ্য হন বাটলার।

ইংল্যান্ডের কোচ এখন ব্রেন্ডন ম্যাকালাম। একটা সময় তিনি শুধু টেস্ট দলের কোচ ছিলেন। এখন ইংল্যান্ডের সব ফরম্যাটেই কোচের দায়িত্ব পালন করছেন। যদি স্টোকসকে দায়িত্ব দেওয়া হয়, তাহলে সবধরনের ক্রিকেটেই ইংল্যান্ড একজন অধিনায়ক পাবে। রব কি এর আগে বলেছিলেন, ‘বেন স্টোকস আমার দেখা অন্যতম সেরা অধিনায়ক। তাই তাকে বাদ রাখা বোকামি হবে। দেখা যাক কী হয়।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত