মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

র‍্যাঙ্কিংয়ের সেরা তিনে রোহিত, সেঞ্চুরি করেও পেছালেন কোহলি

আপডেট : ১২ মার্চ ২০২৫, ০৭:৩১ পিএম

চ্যাম্পিয়নস ট্রফি শেষে বদলে গেল আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের তালিকা। শিরোপাজয়ী ভারতের অধিনায়ক রোহিত শর্মা ফাইনালে ৭৬ রানের দুর্দান্ত ইনিংস খেলে উঠে এসেছেন ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ের তিন নম্বরে। অন্যদিকে একটি সেঞ্চুরিসহ দুটি ম্যাচ জেতানো ইনিংস খেলা বিরাট কোহলি এক ধাপ করে পিছিয়ে গেছেন।

আজ বুধবার প্রকাশিত আইসিসির হালনাগাদ র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দুটি স্থান ধরে রেখেছেন ভারতের শুবমান গিল (৭৮৪ পয়েন্ট) আর পাকিস্তানের বাবর আজম (৭৭০ পয়েন্ট)। এছাড়া ৭৫৬ পয়েন্ট নিয়ে তিনে উঠে এসেছেন রোহিত। পরের দুটি স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার হাইনরিখ ক্লাসেন (৭৪৪ পয়েন্ট) ও বিরাট কোহলি (৭৩৬ পয়েন্ট)। রোহিত উঠে আসায় এই দুজনই একধাপ করে পিছিয়ে গেছেন।

চ্যাম্পিয়নস ট্রফির রানার্সআপ নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল (৭২১ পয়েন্ট) এক ধাপ এগিয়ে উঠেছেন ছয়ে, রাচিন রবীন্দ্র (৬৪৩ পয়েন্ট) ১৪ ধাপ এগিয়ে ১৪ নম্বরে ও গ্লেন ফিলিপসও (৬১২ পয়েন্ট) ছয় ধাপ এগিয়ে উঠে এসেছেন ২৪-এ। আসরে ৯ উইকেট নেওয়া কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার (৬৫৭ পয়েন্ট) বোলারদের র‍্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়ে উঠেছেন দুইয়ে। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি ম্যাট হেনরি (৬৪২ পয়েন্ট) ফাইনালে না থাকায় তিন ধাপ পিছিয়ে ছয়ে নেমে গেছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত