নাটোরের বড়াইগ্রামে বিএনপি নেতার বাড়ি থেকে নগদ দুই লাখ টাকা চুরি করে নিয়ে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এতে বাড়ির পাঁচটি কক্ষ ও এসব কক্ষে থাকা সব মালামাল পুড়ে গেছে।
এ ঘটনায় বৃহস্পতিবার থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। এর আগে বুধবার সন্ধ্যায় ইফতারের আগে উপজেলার দাসগ্রামে চান্দাই ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল টিপুর বাড়িতে এ ঘটনা ঘটে।
বিএনপি নেতা আব্দুল আউয়াল টিপু জানান, বুধবার বিকেলে তিনি বাড়ির সবাইকে নিয়ে ভান্ডারদহ গ্রামে তার জামাই বাড়িতে ইফতারির দাওয়াতে যান। ইফতারের ঠিক আগে তার বাড়িতে আগুন লেগেছে বলে মোবাইলে খবর পান। পরে দ্রুত ফিরে এসে প্রতিবেশীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বাড়ির পাঁচটি কক্ষ পুড়ে গেলেও শোবার ঘরের বিছানাসহ অন্যান্য অংশ রক্ষা পায়। পরে শোবার ঘরে আগুন না লাগা অংশে লুকিয়ে রাখা নগদ দুই লাখ টাকার খোঁজ করে পাননি তিনি। কে বা কারা ভেতরে ঢুকে টাকাগুলো নিয়ে গেছে।
এ বিষয়ে বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক (ডিউটি অফিসার) তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।