বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে সরিয়ে টি-টোয়েন্টিতে ‘নতুন যুগের’ সূচনা করতে চেয়েছিল পাকিস্তান। কিন্তু প্রথম ম্যাচেই তারা অল-আউট হয়ে গেল মাত্র ৯১ রানে। পাকিস্তানের বোলাররাও ভালো করতে পারেনি। নিউজিল্যান্ড হেসেখেলে ম্যাচ জিতে নিয়েছে ৯ উইকেটের ব্যবধানে।
আজ রবিবার ক্রাইস্টচার্চে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে নেমে কিউই পেসারদের তোপের মুখে পড়ে পাকিস্তান। ১১ রানে পতন হয় ৪ উইকেটের। বল হাতে ভয়ংকর হয়ে ওঠা জ্যাকব ডাফি নেন ১৪ রানে ৪ উইকেট। আরেক পেসার কাইল জেমিসন ৪ ওভারে ১ মেডেনসহ মাত্র ৮ রান খরচায় ৩ উইকেট শিকার করেন। ঘূর্ণিবলে ইশ সোধি নিয়েছেন ২৭ রানে ২টি।
পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩২ রান করেছেন মিডল অর্ডারে নামা খুশদিল শাহ। এছাড়া অধিনায়ক সালমান আগা আ১৮ আর জাহানদাদ খান ১৭ রান করেন। এই তিনজন ছাড়া আর কেউই দুই অংকে যেতে পারেনি। জবাবে ১০ ওভার ১ বলেই ৯ উইকেটে জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড। টিম সেইফহার্ট (২৯ বলে ৪৪) আর ফিন অ্যালেনের (১৭ বলে ২৯*) ওপেনিং জুটিতে আসে ৫৩ রান। অ্যালেনের সঙ্গে বাকি কাজটা সারেন টিম রবিনসন (১৮*)।