ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা একটি বেসরকারি কোম্পানির ১ কোটি ১০ লাখ টাকা লুট করে নিয়ে যায়।
গত শনিবার দুপুরে মহাসড়কের দড়িকান্দি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওইদিন রাতে দিবা এন্টারপ্রাইজের ম্যানেজার নাজিম উদ্দিন বাদী হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, ঢাকার ভাটারা থানা এলাকার ‘দিবা এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠানের ম্যানেজার নাজিম উদ্দিন ও মাইক্রোবাসচালক মামুন শেখ গত শনিবার দুপুরে ঢাকার মতিঝিল জীবন বীমা ভবনে থাকা সিটি ব্যাংকের শাখা থেকে ১ কোটি ১০ লাখ টাকা উত্তোলন করে চাঁদপুরে দিবা এন্টারপ্রাইজ শাখার উদ্দেশে যাচ্ছিলেন।
পথে সোনারগাঁয়ের দড়িকান্দি ব্রিজ পার হতেই একটি গাড়ি নিয়ে ছয় ব্যক্তি তাদের গাড়িটির গতিরোধ করে। পরে তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ম্যানেজারকে গাড়িটি তল্লাশির কথা বলে। একপর্যায়ে তারা ম্যানেজার ও চালককে অস্ত্রের মুখে জিম্মি করে চোখ বেঁধে ও হাতকড়া পরিয়ে মাইক্রোবাসে বিভিন্ন স্থানে ঘুরিয়ে অপরিচিত একটি স্থানে থামিয়ে মাইক্রোবাসে থাকা দুটি ব্যাগে ১ কোটি ১০ লাখ টাকা ও ভুক্তভোগীদের সঙ্গে থাকা মূল্যবান জিনিসপত্র লুট করে চলে যায়। ছুটির দিনে ব্যাংক থেকে কোটি টাকা উত্তোলনের বিষয়টি জানতে অভিযোগের বাদী নাজিম উদ্দিনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, তাদের কোম্পানিতে বিকাশে লেনদেন করা হয়।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোরশেদ জানান, এ সম্পর্কে তাদের জানা নেই, কিছু শোনেননি।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খাঁন জানান, ঘটনার স্থান পরিদর্শন করেছেন। প্রযুক্তির সহায়তায় তারা তদন্ত শুরু করেছেন। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-অঞ্চল) আসিফ ইমাম জানান, ঘটনার কথা শুনেছেন। তবে তিনি ছুটিতে থাকায় বিস্তারিত বলতে পারছেন না।