ত্রাণ সহায়তা প্রবেশ করতে না পারায় যুদ্ধবিধ্বস্ত গাজায় মানবিক সংকট সৃষ্টি হয়েছে। জাতিসংঘের আওতাধীন বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, ১৫ দিন ধরে গাজায় কোনো ধরনের খাদ্য প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল। খাদ্যের পাশাপাশি ওষুধ ও চিকিৎসাসামগ্রী ফুরিয়ে আসায় সংকট দেখা দিয়েছে। ইসরায়েলকে এ অবরোধ অবসানের আহ্বান জানিয়েছে ডব্লিউএফপি।
সোশ্যাল মিডিয়া এক্সে একটি পোস্টে ডব্লিউএফপি জানায়, গত ২ মার্চ থেকে মানবিক সহায়তার পাশাপাশি বাণিজ্যিক সরবরাহের জন্যও সব সীমান্ত ক্রসিং বন্ধ রেখেছে ইসরায়েল। ইসরায়েলের অবরোধের কারণে খাদ্যের দামও বেড়েছে।
কিছু প্রয়োজনীয় পণ্যের দাম ২০০ শতাংশের বেশি বেড়েছে। আলজাজিরা বলছে, এ অবরোধের কারণে খাদ্য ও জরুরি ওষুধসহ অন্যান্য প্রয়োজনীয় পণ্য থেকে বঞ্চিত গাজাবাসীরা রয়েছে চরম দুর্দশায়।
জাতিসংঘের ত্রাণ ও মানবিক সহায়তাসংক্রান্ত সংস্থাও (ওসিএইচএ) গাজায় ত্রাণ প্রবেশ না করায় উদ্বেগ জানিয়েছে।