বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

লোটো লি কুপারের বর্ণাঢ্য ঈদ আয়োজন

আপডেট : ১৮ মার্চ ২০২৫, ০৫:১০ পিএম

বিশ্বনন্দিত ইটালিয়ান ব্র্যান্ড লোটো আর ব্রিটিশ ব্র্যান্ড লি কুপার এর ঈদ স্পেশাল কালেকশনের সাথে উৎসবের আমেজ উপভোগ করুন। ঈদে লোটো ও লি কুপার নিয়ে এসেছে রকমারি ডিজাইন সম্বৃদ্ধ ঈদ স্পেশাল নতুন ক্যাটালগ! লোটোর এই নতুন ঈদ কালেকশনে মেয়েদের জন্য আছে আকর্ষণীয় রঙের স্পোর্টস স্লিপার অ্যান্ড স্যান্ডেল ও স্পোর্টস সু। পুরুষদের জন্য আছে বিভিন্ন ধরণের পারফর্মেন্স সু, স্পোর্টস লাইফস্টাইল সু, রানিং বা জগিং সু, স্পোর্টস স্লিপার বা স্লাইড, এবং স্পোর্টস স্যান্ডেল। 

এছাড়াও লোটোর টেকনোলজি সম্বৃদ্ধ স্টাইলিশ ও ট্রেন্ডি ট্র্যাক স্যুট, ট্রাউজার, পোলো শার্ট, টি-শার্ট এবং অন্যান্য পোশাকও পাবেন। লি কুপারে নারীদের জন্য আছে ট্রন্ডসেটিং হিল, টেক-বেইজড কমফিট স্যান্ডেল । পুরুষদের জন্য, ড্রেস জুতা, মোকাসিন, স্লিপার, থংস ।  পোশাকের তালিকায় আছে ট্রেন্ডি জিন্স, গ্যাবাডিন, ফরমাল ও ক্যাজুয়াল শার্ট, পোলো শার্ট, টি-শার্ট, বেল্ট এবং অন্যান্য পোশাক ।  ঈদ উপলক্ষ্যে লোটো ও লি কুপারে আছে ২০০০ টাকার কেনাকাটা করলে পাবেন স্ক্র্যাচ কার্ড । আর স্ক্র্যাচ কার্ড ঘষলেই পাবেন নিশ্চিত উপহার । এমনও হতে পারে ১ জোড়া জুতা কিনলে আরেক জোড়া জুতা ফ্রি পেলেন। এছাড়াও ব্যাংক কার্ড এবং মোবাইল ওয়ালেটের মতো বিভিন্ন পেমেন্ট গেটওয়ে প্ল্যাটফর্মে গ্রাহকদের জন্য লোটো ও লি কুপার ক্যাশব্যাক ও ডিসকাউন্ট অফারও রয়েছে। ঈদে ৫০০-এরও বেশি নতুন ডিজাইনের জুতা স্যান্ডেল অনলাইনের পাশাপাশি দেশজুড়ে ২২০ টিরও বেশি লোটো ও লি কুপার আউটলেটে পাবেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত