বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

ব্যস্ত সূচিতে সমন্বয় নিশ্চিত করতে চায় বিসিবি

আপডেট : ১৮ মার্চ ২০২৫, ০৮:৩৫ পিএম

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলসহ সব পর্যায়ের ক্রিকেট কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটি বৈঠক করেছে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই সভায় বাংলাদেশ টাইগার্স প্রোগ্রামের সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটের ঠাসা সূচি সামলানো, খেলোয়াড়দের ওয়ার্কলোড ব্যবস্থাপনা এবং দলগুলোর কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

জাতীয় দল, ‘এ’ দল, হাই পারফরম্যান্স ইউনিট ও বাংলাদেশ টাইগার্সের কার্যক্রম নির্বিঘ্নে চালিয়ে যাওয়ার বিষয়ে বিসিবির কর্মকর্তারা ও কোচরা আলোচনা করেন। 

বৈঠকের পর টাইগার্স প্রোগ্রামের প্রধান কোচ সোহেল ইসলাম বলেন, ‘আমাদের সামনে বেশ কয়েকটি আন্তর্জাতিক সিরিজ রয়েছে। ‘এ’ দলও ঘরের মাঠে খেলবে। একইসঙ্গে টাইগার্স প্রোগ্রামের ক্যাম্প ও অনুশীলন রয়েছে। সবকিছু কীভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায়, সেটাই ছিল আলোচনার মূল বিষয়।’ 

২০২৪-২৫ মৌসুমের ব্যস্ত সূচির কারণে খেলোয়াড়দের ফিটনেস ও মানসিক স্বাস্থ্যের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। আইসিসির ফিউচার ট্যুরস প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী, বাংলাদেশ আগামী এক বছরে ছয়টি টেস্ট, ১৮টি ওয়ানডে ও ১৮টি টি-টোয়েন্টি খেলবে। সাতটি দ্বিপাক্ষিক সিরিজের মধ্যে পাঁচটি অনুষ্ঠিত হবে দেশের মাটিতে, আর দুটি সিরিজ খেলতে সফরে যাবে বাংলাদেশ। 

আগামী মাসেই দ্বিপাক্ষিক সিরিজের ব্যস্ততা শুরু হবে। বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে, যেখানে অনুষ্ঠিত হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। এরপর মে মাসে পাকিস্তান সফরে যাবে টাইগাররা, যেখানে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে তারা। 

জুন-জুলাইয়ে শ্রীলঙ্কায় দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। এরপর পাকিস্তান দল সফরে আসবে বাংলাদেশের মাটিতে, যেখানে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে। 

আগস্ট মাসে ভারত সফরে আসবে বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে। এরপর সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ টি-টোয়েন্টি। 

বছরের শেষভাগে আফগানিস্তানের বিপক্ষে একটি সীমিত ওভারের সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজ আসবে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে। আর ২০২৫ সালের শেষদিকে আয়ারল্যান্ড সফরে যাবে বাংলাদেশ, যেখানে তারা দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে। 

জাতীয় দলের বাইরে ‘এ’ দলও ব্যস্ত সূচির মধ্যে থাকবে। তারা ঘরের মাঠে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে খেলবে। এছাড়া বিসিবির হাই পারফরম্যান্স দল দক্ষিণ আফ্রিকার ইমার্জিং দলের বিপক্ষে সিরিজ খেলবে, পরে তারা সফরে যাবে অস্ট্রেলিয়া। 

ব্যস্ত সূচির কারণে জাতীয় দল ও অন্যান্য দলগুলোর কার্যক্রম সমন্বয় করাই বিসিবির প্রধান চ্যালেঞ্জ। সেই লক্ষ্যেই সুষ্ঠু পরিকল্পনা গ্রহণে কাজ করছে বোর্ড।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত