মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

ঐকমত্য কমিশনের সঙ্গে দলের সংলাপ শুরু কাল

আপডেট : ১৯ মার্চ ২০২৫, ০৫:২৭ এএম

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাদাভাবে এই আলোচনা শুরু হতে যাচ্ছে। প্রথম পর্যায়ে কাল বৃহস্পতিবার বিকেল ৩টায় এলডিপির সঙ্গে আলোচনার সময় নির্ধারণ করা হয়েছে। পর্যায়ক্রমে অন্য দলগুলোর সঙ্গেও আলোচনার সময়সূচি ঘোষণা করা হবে।

গতকাল মঙ্গলবার জাতীয় ঐকমত্য কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, দুর্নীতি দমন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ ১৬৬টি সুপারিশের বিষয়ে মতামত চেয়ে গত ৬ মার্চ ৩৭টি রাজনৈতিক দলকে চিঠি ও ‘স্প্রেডশিট’ পাঠায় ঐকমত্য কমিশন। ১৩ মার্চের মধ্যে তাদের মতামত জানাতে অনুরোধ করা হয়েছিল। গতকাল পর্যন্ত মোট ১৫টি দল তাদের মতামত জানিয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ ১৪টি রাজনৈতিক দল তাদের পূর্ণাঙ্গ মতামত আগামী কয়েক দিনের মধ্যে জানাবে বলে ইতিমধ্যে কমিশনকে জানিয়েছে।

কমিশনের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, রাজনৈতিক দলগুলোর প্রাথমিক মতামত পাওয়ার পর দলগুলোর সঙ্গে আলাদা আলাদা আলোচনা করা হবে। যারা ইতিমধ্যে মতামত দিয়েছে, তাদের নিয়ে আলোচনা শুরু হবে। এরপর যারা মতামত দেবে, ক্রমান্বয়ে তাদের আলোচনায় আমন্ত্রণ জানানো হবে। এই সংলাপ রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য গঠনের পাশাপাশি জাতীয় সমস্যা সমাধানে সমন্বিত পদক্ষেপ নিতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা, নির্বাচন কমিশনের ভূমিকা নির্ধারণ, এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করার বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

দেশে রাজনৈতিক অস্থিরতা নিরসনে ও গণতন্ত্রের ধারাবাহিকতা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়েছে। ঐকমত্য কমিশন বলেছে, রাজনৈতিক দলগুলো সংস্কার কমিশনের যেসব সুপারিশে একমত হবে, সেগুলোর ভিত্তিতে তৈরি হবে ‘জুলাই চার্টার’ বা জুলাই সনদ।

জানা গেছে, কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বে কমিশনের সদস্যরা দলগুলোর সঙ্গে আলোচনা করবেন। সব দলের সঙ্গে আলাদা আলোচনা শেষে সব দলকে একসঙ্গে নিয়ে আরেক দফা আলোচনা হবে। সেখানে প্রধান উপদেষ্টা উপস্থিত থাকবেন। এলডিপির পক্ষ থেকে ইতিমধ্যে সংলাপে অংশগ্রহণের বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। তবে অন্য কিছু বিরোধী দল এখনো তাদের অবস্থান স্পষ্ট করেনি। বিশেষ করে বড় দলগুলোর মধ্যে কেউ কেউ শর্তসাপেক্ষে আলোচনায় বসার ইঙ্গিত দিয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত