বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

ঝিনাইদহে বিল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

আপডেট : ১৯ মার্চ ২০২৫, ১২:২৮ পিএম

ঝিনাইদহ সদর উপজেলায় বিল থেকে আব্দুল লতিফ (৭৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ মার্চ) সকালে উপজেলার গোয়ালপাড়া এলাকার সোনাদহ বিল থেকে মরদেহ উদ্ধার করা হয়। 

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, বুধবার ভোররাতের দিকে আব্দুল লতিফ বাড়ির পাশের সোনাদহ বিলে মাছ ধরতে যান। মাছ ধরে সকালে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে থাকেন। পরে বিলের মাঠে গিয়ে তার লাশ দেখতে পান। 

ওসি আরও জানান, ময়নাতদন্তের পর আব্দুল লতিফের মৃত্যুর রহস্য উদঘাটন করা যাবে । এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত