দিনাজপুরের বিরামপুরে ভিজিএফ চাল বিতরণকালে হামলায় এক সমবায় কর্মকর্তা আহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার দিওড় ইউপি অফিসে এ ঘটনা ঘটে।
জানা গেছে, পূর্বশত্রুতার জেরে সমবায় কর্মকর্তা রাকিবুল হাসানের ওপর হামলা চালায় দিওড় এলাকার শিয়ালা গ্রামের মো. হারুনের ছেলে আকাশ (২৭)। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। হামলায় রাকিবুল হাসানের মাথা জখম হয়েছে। সেখানে তিনটি সেলাই দেওয়া হয়েছে।
বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুজহাত তাসনীম আওন বলেন, ‘হামলাকারী ও তার সহযোগীদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।’
বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান, সরকারি কর্মকর্তার ওপর হামলা ও সরকারি কাজে বাধাদানকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।