শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

শ্বশুরবাড়ির পাশের রাস্তা থেকে জামাতার লাশ উদ্ধার

আপডেট : ২০ মার্চ ২০২৫, ০৭:০৩ এএম

বরগুনার তালতলীতে শ্বশুরবাড়ির সামনের রাস্তার পাশ থেকে জামাতা আয়নাল মোল্লার (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। আয়নাল মোল্লার পরিবারের অভিযোগ, তাকে হত্যা করা হয়েছে।

গতকাল বুধবার বেলা ৩টার দিকে উপজেলার কবিরাজপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। মৃত আয়নাল মোল্লা তাঁতীপাড়া এলাকার নাজেম মোল্লার ছেলে।

জানা যায়, উপজেলার সোনাকাটা ইউনিয়নের তাঁতীপাড়া এলাকার নাজেম মোল্লার ছেলে আয়নাল মোল্লার সঙ্গে একই ইউনিয়নের কবিরাজপাড়া এলাকার খলিলের মেয়ের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকে আয়নাল শ্বশুরবাড়িতেই থাকেন। বুধবার দুপুরে স্থানীয়রা শ^শুরবাড়ির রাস্তার পাশেই আয়নালের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পরিবার বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা হাসপাতালে পাঠায়। নিহতের লাশের পাশে বিষের বোতল, গ্যাস ট্যাবলেট, সিগারেট, লাইটার ও পানির বোতল পাওয়া যায়। স্থানীয়রা ধারণা করছেন পারিবারিক কলহের জেরেই এ ঘটনা ঘটেছে।

তালতলী থানার ওসি মো. শাহজালাল বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। ময়নাতন্তের রিপোর্ট পেলে বোঝা যাবে এটা হত্যা নাকি আত্মহত্যা।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত