বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপির দোয়া

আপডেট : ২০ মার্চ ২০২৫, ০৭:০৬ এএম

গাজীপুরের কালীগঞ্জে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল হয়েছে। গতকাল বুধবার বাদ আসর কালীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কেন্দ্রীয় ঈদগা মাঠে স্থানীয় বিএনপির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং জেলা কমিটির বর্তমান আহ্বায়ক ফজলুল হক মিলন। আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক সাধারণ সম্পাদক সোলায়মান আলম।

কালীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হুমায়ুন মাস্টার, সাবেক সাধারণ সম্পাদক খাইরুল আহসান মিন্টু, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ মৃধা, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র লুৎফুর রহমান, পৌর বিএনপির  সাধারণ সম্পাদক ইব্রাহিম প্রধান, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মনিরুদ্দীন পাঠান মিঠু, জেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি মাহবুবুর রহমান, পৌর বিএনপির সহসভাপতি মোহাম্মদ আলী খোকন মাস্টার, কালীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রুহুল আমিন, সাবেক ছাত্রনেতা খোরশেদ আলম কাজল, আলাউদ্দিন ফরায়েজী, সালাউদ্দিন আহমেদ, জাকির হোসেন, শাহীন, কয়েস, আসলাম, জসিম, বিপ্লব, হিমেল, সৈকত, পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোমেন, ওয়ার্ড বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মিলটন খান প্রমুখ অনুষ্ঠানে অংশ নেন। জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাওন চৌধুরী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত