ধর্ষণের সংজ্ঞা সংশোধন এবং বিয়ের প্রলোভন বা প্রতারণার মধ্যমে অবৈধ যৌনকর্মের সর্বোচ্চ সাজা সাত বছর রেখে নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এ ছাড়া শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল গঠনেরও উদ্যোগ নেওয়া হয়েছে। শিগগির এ আইনের অধ্যাদেশ জারি হবে। গতকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদ এ অনুমোদন দেয়। পরে দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ বিষয়ের পাশাপাশি উপদেষ্টা পরিষদের অন্যান্য সিদ্ধান্তগুলোও সাংবাদিকদের সামনে তুলে ধরা হয়।
ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘উপদেষ্টা পরিষদে নারী ও শিশু নির্যাতন আইনের সংশোধনী পাস হয়েছে। এটা নিয়ে আইন উপদেষ্টা গত কয়েক দিন আগে বিস্তারিত বলেছেন। এরপর আমরা নারী সংগঠনের সঙ্গে আলাপ করেছি। আইনে মতামতগুলো অন্তর্ভুক্ত করার যথেষ্ট চেষ্টা করা হয়েছে। তার আলোকে আজকে (গতকাল) আইন নিয়ে ঘণ্টাখানেক আলোচনা হয়েছিল। হওয়ার পর এ সংশোধনী পাস হয়েছে।’
প্রেস সচিব বলেন, ‘বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণের সর্বোচ্চ সাজা বাড়িয়ে সাত বছর করা হয়েছে। এটা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার মধ্যেই থাকবে। কিন্তু আলাদা একটা সেকশনে বিচার হবে। এটা আলাদা অপরাধ না একই অপরাধ। একই আইনের আওতায় পৃথকভাবে এটা হলো। অর্থাৎ এ অপরাধটির অভিযোগে আলাদা করে মামলা হবে, যেটির সর্বোচ্চ শাস্তি সাত বছর করা হয়েছে।’
ধর্ষণের মামলায় সংজ্ঞাগত ভুলের কারণে বহু মামলা প্রমাণিত হয় না বলে বিশেষজ্ঞরা বলছেন। তাদের ভাষায়, বেশিরভাগ মামলাতেই তদন্তকারী কর্মকর্তা বিয়ের প্রলোভনে ধর্ষণের কথা উল্লেখ করেন, যা বিচারকে দুর্বল করে তোলে। প্রেস সচিব বলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে সম্মতি নিয়ে প্রতারণামূলক কিংবা বিয়ের প্রলোভন দেখিয়ে সম্মতিক্রমে যে ধর্ষণের বিচার সেটা একটা আলাদা অপরাধ। সম্মতি ছাড়া ধর্ষণের ঘটনাকে আলাদাভাবে চিহ্নিত করা হবে। এ ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিচার এবং তদন্তের সময় কমানো হয়েছে। এ ছাড়া ধর্ষণের মামলার ক্ষেত্রে কিছু সংজ্ঞা আনা হয়েছে। মামলার সংজ্ঞা পরিবর্তন করে শুধু পুরুষ কর্তৃক নয়, যেকোনো ব্যক্তি কর্তৃক ধর্ষণকে শাস্তিযোগ্য করা হচ্ছে। এ ছাড়া ধর্ষণের সংজ্ঞাকে বিশদভাবে ব্যাখ্যা করা হচ্ছে। বলাৎকারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। শুধু প্রকৃত পেনিট্রেশন নয়, যেকোনো বস্তু দ্বারা আঘাত কিংবা পায়ুপথে বা যেকোনোভাবে যদি ধর্ষণ করা হয় তা ধর্ষণ বলে গণ্য হবে।
এ মামলাগুলোর জন্য ডিএনএ টেস্ট একটি বড় বিলম্বের কারণ ছিল। সেই জায়গাগুলোর বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকার নতুন দুটি ডিএনএ ল্যাবও করতে যাচ্ছে বলেও জানান শফিকুল আলম।
নির্বাহী আদেশে ছুটি বৃদ্ধি : জনসাধারণের সুবিধার্থে আগামী ৩ এপ্রিল সরকারের নির্বাহী আদেশে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিসের জন্য আরও একদিন ঈদের ছুটি বাড়ানো হয়েছে।
উপদেষ্টা পরিষদে এ সিদ্ধান্ত অনুমোদনের ফলে এবারের রোজার ঈদ ঘিরে টানা ৯ দিনের অবকাশ মিলে গেছে সরকারি চাকরিজীবীদের।
আগামী ৩১ মার্চ ঈদুল ফিতর ধরে আগেই ছুটি ঘোষণা করেছিল সরকার। এর আগে-পরে (২৯ ও ৩০ মার্চ এবং ১ ও ২ এপ্রিল) চার দিন ছুটি দেওয়া হয়েছিল নির্বাহী আদেশে। ঈদের ছুটি শুরুর আগে ২৮ মার্চ পড়েছে শুক্রবার। শবে কদরের ছুটিও সেদিন। ছুটি শেষে অফিস খোলার কথা ছিল ৩ এপ্রিল । সেদিনও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা হলো।
এদিকে আসন্ন চৈত্র সংক্রান্তিতে তিনটি পার্বত্য জেলায় নির্বাহী আদেশে এক দিনের সাধারণ ছুটি এবং দেশে অন্যান্য এলাকায় সংশ্লিষ্ট জনগোষ্ঠীর জন্য ঐচ্ছিক ছুটিরও অনুমোদন দেওয়া হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে।
এ প্রসঙ্গে প্রেস সচিব শফিকুল আলম বলেন, চৈত্র সংক্রান্তির ছুটি এ বছর নির্বাহী আদেশে হলেও আশা করি এটা চলমান থাকবে।
এ ছাড়া জুলাই-আগস্ট ২০২৪ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গুরুতর আহতদের বিদেশে উন্নত চিকিৎসা ব্যয় উপদেষ্টা পরিষদকে অবহিত করে স্বাস্থ্যসেবা বিভাগ। এতে বলা হয়, গুরুতর আহত ৪০ জন রোগী, রোগীর সঙ্গে ২৫ জন অ্যাটেনডেন্ট এবং একজন দোভাষীর জন্য চিকিৎসা, যাতায়াত, আবাসন, খাবার, ভিসা ও পাসপোর্ট, ব্যাংকচার্জ ও আনুষঙ্গিক খরচ বাবদ ১৯ কোটি ৭৯ লাখ ৫৬ হাজার ৯৪০ টাকা ব্যয় হয়েছে।
অস্ট্রেলিয়ার ভিসা মিলবে ঢাকাতেই : এখন থেকে ঢাকায় অবস্থিত অস্ট্রেলিয়ার হাইকমিশন থেকেই বাংলাদেশিদের সে দেশের ভিসা দেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে ফোনালাপে এ তথ্য জানিয়েছেন।
প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত গতকালের উপদেষ্টা পরিষদের বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা এ তথ্য জানান। এ সময় তিনি উপদেষ্টা পরিষদকে জানান, এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস গত বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বার্কের বাংলাদেশ সফরের সময় তার কাছে এই অনুরোধ করেছিলেন।
এর আগে অস্ট্রেলিয়া বাংলাদেশি নাগরিকদের ভিসা ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে প্রসেস করত।
ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও প্রতিযোগিতা বৃদ্ধির উদ্যোগ : সরকারি ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও প্রতিযোগিতা বাড়াতে এবং সিন্ডিকেট ভাঙতে পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী আনা হয়েছে। প্রাক্কলিত মূল্যের ১০ পার্সেন্টের কম হলে টেন্ডার প্রস্তাব বাতিলের যে বিধান তা বাতিল করা হয়েছে। পূর্বের কাজের মূল্যায়নের জন্য যে ম্যাট্রিকস ছিল, যেটা থাকার কারণে একই প্রতিষ্ঠান বারবার কাজ পেত, তা বদলে নতুন সক্ষমতা ম্যাট্রিকস করা হবে। এতে করে সিন্ডিকেট ভাঙা সম্ভব হবে। বর্তমানে ৬৫ শতাংশ কাজের দরপত্র বা টেন্ডার অনলাইনে হচ্ছে। এটিকে শতভাগে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এ প্রসঙ্গে প্রেস সচিব বলেন, সরকারি কাজের দরপত্রে দুর্নীতি কমাতে ও স্বচ্ছতার জন্য এখন থেকে সরকারি কাজ শতভাগ টেন্ডারে হবে। এতদিন ৬০ শতাংশ কাজ টেন্ডারে হতো।
উপদেষ্টা পরিষদে অন্যান্য সিদ্ধান্তের বিষয়ে শফিকুল আলম বলেন, পরিত্যক্ত বাড়ি বরাদ্দপ্রাপ্তরা পূর্বে নিজ নামে নামজারি করতে পারতেন না। সেই অসুবিধা দূর করতে আইনে সংশোধনী আনা হয়েছে।
এ ছাড়া সরকারি বিভিন্ন দপ্তরে ১ লাখ ৭২ হাজার পদ শূন্য রয়েছে বলে বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে উপস্থাপন করা হয়। এ সময় প্রকৃতপক্ষে মোট কতগুলো পদ শূন্য রয়েছে সেই তথ্য বিস্তারিতভাবে সংগ্রহের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা।
এদিকে আগামী শনিবার গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর।