সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

ফেনীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শ্রমিক আহত

আপডেট : ২১ মার্চ ২০২৫, ০২:৩৫ এএম

ফেনীর ছাগলনাইয়া উপজেলার পৌর শহরের বাঁশপাড়া এলাকায় নির্মাণাধীন ভবন থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে আহত হয়েছেন দুই শ্রমিক। আহতরা হলেন নোয়াখালীর নুরুল হক (৪০) ও পূর্বছাগলনাইয়ার আলমগীর মিয়া (৪৮)। গত বুধবার দুপুরে ভবনের চতুর্থতলায় লোহার রড ওঠানোর সময় ভবনের সামনে থাকা ৬ ফিট দূরত্বে ৪২০ ভোল্টের বিদ্যুতের তারের সঙ্গে লেগে বিদ্যুতায়িত হয়ে তারা আহত হন। আহত শ্রমিকদের ছাগলনাইয়া স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে নুরুল হককে ফেনী সদর হাসপাতালে ও গুরুতর আহত আলমগীর মিয়াকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

জানা যায়, ২০১৬ সালে পৌরসভা থেকে বাণিজ্যিক ভবনের অনুমোদন নিয়ে কাজ শুরু করেন শাহাব উদ্দিন মজুমদার। দীর্ঘদিন বন্ধ থাকার পর গত বছরের শুরুতে ফের কাজ চালু করা হয়। নির্মাণাধীন পাঁচতলা ভবনের একতলা কাজ শেষ হলেও বাকি চারতলার কাজ চলমান। ভবনের পাশেই ৪২০ ভোল্টের বিদ্যুতের তার থাকলেও কোনো ধরনের সেফটি ব্যবস্থা নেই।

স্থানীয় বাসিন্দা জাহিদ জানান, বুধবার দুপুরে ভবনের চতুর্থতলায় লোহার রড ওঠানোর সময় ভবনের সামনে থাকা ফিলারের ৪২০ ভোল্টের বিদ্যুতের তারের সঙ্গে অসাবধানতায় একটি রড লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণশ্রমিক আহত হন। গুরুতর আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কন্টাক্টর জসিম উদ্দিন বলেন, ‘আহত দুই শ্রমিক এখন শঙ্কামুক্ত আছেন। তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।’

ভবনের মালিক শাহাব উদ্দিন মজুমদার বলেন, ‘অসাবধানতাবশত রডের সঙ্গে বিদ্যুতের তার লেগে বিদ্যুতায়িত হয়ে দুজন আহত হয়েছে। আমি তাদের চিকিৎসার জন্য টাকা দিয়েছি। প্রয়োজনে আরও দেব।’ ভবনের সেফটি ব্যবস্থা না থাকার বিষয়ে তিনি বলেন, ‘আগে ছিল। পরে চোর ও মাদকাসক্তরা খুলে নিয়ে গেছে।’

ছাগলনাইয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মালিকপক্ষের কাউকে পাওয়া যায়নি। মোবাইল ফোনে কল দিলেও রিসিভ করেননি। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা বলেন, ‘ঘটনাটি আমি জানি না। খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেব।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত