রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

পটিয়ায় ওরশ মাহফিলে পুলিশের ওপর হামলার অভিযোগ

আপডেট : ২১ মার্চ ২০২৫, ০৯:২৫ পিএম

চট্টগ্রামের পটিয়া উপজেলার শোভনদন্ডী ইউনিয়নে একটি ওরশে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে হিলচিয়া কাজী এবাদুল্লাহ শাহ'র ওরশ মাহফিলে এ ঘটনা ঘটে।

জানা গেছে, এই ওরশ নিয়ে দুটি কমিটি রয়েছে। এক সপ্তাহ ধরে উত্তেজনার কারণে শুক্রবার সকাল থেকেই সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। দুই পক্ষ উত্তেজিত থাকায় প্রশাসন মসজিদ মাঠের প্যান্ডেলে মাহফিল না করার সিদ্ধান্ত দেন। এ সিদ্ধান্ত অমান্য করে আবদুল মোনাফের নেতৃত্বে জোরপুর্বক মাহফিল করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে।

এ সময় দায়িত্বে থাকা এসআই সমীর ভট্টাচার্যসহ তার টিমকে নাজেহাল করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। ঘটনার খবর পেয়ে পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুরসহ থানার আরও একটি টিম ছুটে যায় এবং দায়িত্বে থাকা পুলিশদের নিরাপদে ফিরিয়ে নেন।

ওরশ পরিচালনা কমিটির একটি পক্ষের সভাপতি নজরুল ইসলাম খাঁন জানান, প্রশাসনের সিদ্ধান্ত মেনে আমরা ওরশ মাহফিল করলেও মোনাফের নেতৃত্বে পুলিশের ওপর হামলা করে নিষিদ্ধ স্থানে মাহফিল করেন। প্রশাসন শুরু থেকে কঠোর হলে তারা এ ধরনের ঘটনা করার সাহস পেত না।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত