চট্টগ্রামে আখতারুজ্জমান ফ্লাইওভারের নিচে বস্তাবন্দি এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তার নাম পরিচয় জানা যায়নি।
শনিবার (২২ মার্চ) বিকেল ৫টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে যায় খুলশী থানা পুলিশ। বিকেল ৪টার দিকে এক শিক্ষার্থী বাসে চড়ে কোচিং সেন্টারে যাওয়ার সময় জানালা দিয়ে বস্তাবন্দি লাশটি দেখতে পান। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফতাব হোসেন জানান, ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে এক নারীর লাশ বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করে পুলিশ। ওই নারীর পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।