বগুড়ার কাহালুতে ডিবি পুলিশের অভিযানে বিএনপি নেতা আব্দুল গফুরের বাড়ি থেকে ১৪টি চোরাই গরু উদ্ধার করা হয়েছে। শনিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলা পীলকুঞ্জ ফকিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব গরু উদ্ধার করা হয়।
আব্দুল গফুর কাহালু উপজেলার কালাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক।
কাহালু থানা পুলিশ জানায়, নওগাঁ থেকে আসা ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে গরুগুলো উদ্ধার করে।
জানা যায়, গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর সারাদেশে চুরি ছিনতাই বেড়ে যায়। শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাহালুর পীলকুঞ্জ ফকিরপাড়ায় বিএনপি নেতা আব্দুল গফুরের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার বাড়ির গোয়াল ঘর থেকে ১৪টি চোরাই গরু উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা, গরুগুলো বিভিন্ন স্থান থেকে চুরি করে তার বাড়িতে রাখা হয়েছিলো। পুলিশের উপস্থিতি টের পেয়ে গফুর পালিয়ে যায়।
কাহালু থানার ওসি আব্দুল হান্নান জানান, চোরাই গরুগুলো নওগাঁর বিভিন্ন এলাকায় থেকে চুরি করা হয়েছে। আত্রাই থানায় গরু চুরির মামলার সূত্র ধরে নওগাঁ ডিবি পুলিশের একটি দল গফুরের বাড়িতে অভিযান চালায়। উদ্ধার করা গরুগুলো নওগাঁ পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।