চট্টগ্রামের বাঁশখালীতে কৃষি অফিসের সামনে থেকে মোটর সাইকেল চুরি করে নিয়ে যাওয়ার সময় মো. ইসমাইল (৩২) নামে চোরচক্রের এক সদস্যকে আটক করেছে জনতা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে, সোমবার (২৪ মার্চ) সকালে উপজেলা পরিষদের অভ্যন্তরে কৃষি অফিসের সামনে থেকে মোটর সাইকেল চুরি করে নিয়ে যাওয়ার সময় চোর চক্রের এ সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করে জনতা। এ সময় মোটরসাইকেল ও একটি ছুরি জব্দ করা হয়।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, মোটরসাইকেল চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।