নোয়াখালীর হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের পথসভায় হামলার অভিযোগ উঠেছে বিএনপির বিরুদ্ধে। সোমবার (২৪ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার জাহাজমারা বাজারে এ ঘটনা ঘটে।
এ সময় হামলায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়কেই ছাত্র-জনতাকে নিয়ে অবস্থান নেন হান্নান মাসউদ। রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চলছিল। পরে রাতে হান্নান মাসউদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। ওই পোস্টে বলা হয়, হামলার ঘটনায় হান্নান মাসউদসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।
জানা গেছে, এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ হাতিয়ার সন্তান। রোববার দিনব্যাপী তিনি উপজেলার বুড়িরচর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সঙ্গে দেখা করেন। সোমবার জাহাজমারা ইউনিয়নের বিভিন্ন মানুষের সাথে দেখা করেন। কিন্তু সন্ধ্যায় জাহাজমারা বাজারে গেলে বিএনপির নেতাকর্মীরা তার জনসংযোগে বাধা দেয় ও হামলা করে। এ সময় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে তিনি সড়কেই ছাত্র-জনতাকে নিয়ে অবস্থান নেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাতিয়া উপজেলার সমন্বয়ক মো. ইউসুফ রেজা গণমাধ্যমকে বলেন, হান্নান মাসউদের শান্তিপূর্ণ গণসংযোগে বিএনপির নেতাকর্মীরা হামলা করে। ফলে থমথমে পরিবেশ তৈরি হয়।
এদিকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে হাতিয়া উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক খোকন গণমাধ্যমকে বলেছেন, হামলার বিষয়ে তিনি অবগত নন।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, হান্নান মাসউদের পথসভায় হামলার খবর তিনি শুনেছেন। তিনি ঘটনাস্থলের দিকে যাচ্ছেন।