বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

ঢাকায় তামিম দেখতে গেলেন ক্রীড়া উপদেষ্টা

আপডেট : ২৬ মার্চ ২০২৫, ০৬:১১ এএম

শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ার পর আরও উন্নত চিকিৎসার জন্য গাজীপুরের কেপিজে বিশেষায়িত হাসপাতাল থেকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়েছে ক্রিকেটার তামিম ইকবালকে। গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর বিশেষ অ্যাম্বুলেন্সে করে তামিমকে স্থানান্তরের প্রক্রিয়া শুরু করা হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসা বিভাগের প্রধান দেবাশীষ চৌধুরী দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেন। এভারকেয়ারে হাসপাতালে নিয়ে আসার পর সেখানকার বিশেষজ্ঞ চিকিৎসকরা তামিমের স্বাস্থ্য পরীক্ষা করেছেন বলেও জানান তিনি। গতকাল রাত ১০টার পরপরই তামিমকে দেখতে হাসপাতালে ছুটে যান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। একই সময়ে সেখানে হাজির হন বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলামও। গত সোমবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচে টস করার পর অসুস্থ হয়ে পড়েন তামিম। হার্ট অ্যাটাকের শিকার হওয়া তামিমকে কেপিজে হাসপাতালে নেওয়া হলে দ্রুততম সময়ের মধ্যে হার্টে রিং পরানো হয়। অস্ত্রোপচারের ২৪ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পর প্রাথমিক ঝুঁকিমুক্ত হন তিনি। চিকিৎসকদের পরামর্শে ৪৮ থেকে ৭২ ঘণ্টা পর্যন্ত পর্যবেক্ষণে রাখা হয়। এরপর পরিবারের চাওয়ার পরিপ্রেক্ষিতে কেপিজে হাসপাতালে মেডিকেল বোর্ড হাসপাতাল স্থানান্তরের ব্যাপারটি নিয়ে আলোচনায় বসেন। অস্ত্রোপচারের একদিন পর তামিমের শারীরিক অবস্থা অনেকটা স্বাভাবিক হয়ে আসায় হাসপাতাল পরিবর্তনের পক্ষে মত দেন চিকিৎসকরা। তারই পরিপ্রেক্ষিতে কেপিজে থেকে এভারকেয়ারে নিয়ে আসা হয় দেশের কিংবদন্তি এ ক্রিকেটারকে।

এর আগে গতকাল বেলা ১২টার পরপর সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে আসেন সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজা ও মা শিরিন শারমিন। দুজনে সিসিইউতে গিয়ে তামিমকে দেখে আসেন। এরপর তামিমের পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটান। ঘণ্টাখানেকের বেশি হাসপাতালে থেকে দুপুর ১টা ৩০ মিনিটের দিকে তারা বেরিয়ে যান। এ-সময় সাংবাদিকদের সঙ্গে সামান্য কথাও বলেছেন মাশরুর রেজা, ‘তামিম ভালো আছে। খুব শিগগিরই বাসায় চলে যেতে পারে। আমাদের এখন দোয়া করা ছাড়া আর কী আছে। তামিমকে দেখলাম, তার জন্য দোয়া করলাম। আমি গতকালও তার জন্য নামাজ পড়ে দোয়া করেছি।’

বিকেলের দিকে নিজের সর্বশেষ শারীরিক অবস্থা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের উদ্দেশ্যে বার্তা দেন তামিম। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, ‘গতকাল দিনটি শুরু করার সময় কি আমি জানতাম, আমার সঙ্গে কী হতে যাচ্ছে? আল্লাহতায়ালার অশেষ রহমত আর সবার দোয়ায় আমি ফিরে এসেছি। আমার সৌভাগ্য, এই বিপদের সময়ে আমি পাশে কিছু অসাধারণ মানুষকে পেয়েছিলাম, যাদের বিচক্ষণতা ও আপ্রাণ প্রচেষ্টায় আমি এই সংকট কাটিয়ে ফিরে এসেছি। কিছু ঘটনা আমাদের বাস্তবতা মনে করিয়ে দেয়, জানিয়ে দেয় যে জীবন আসলে কতটা ছোট। আর এই ছোট জীবনে আর কিছু করতে না পারি, সবাই যেন একে অপরের বিপদে পাশে দাঁড়ায়Ñ এটিই আমার অনুরোধ। আপনাদের সবাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। সবাই আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের ভালোবাসা ছাড়া আমি তামিম ইকবাল কিছুই না।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত