শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

স্বাধীনতা দিবস উপলক্ষে শিশুদের সুইমিংপুল উপহার দিলেন ইউএনও

আপডেট : ২৬ মার্চ ২০২৫, ০৭:১৪ পিএম

ফেনীর পরশুরামে স্বাধীনতা দিবস উপলক্ষে শিশুদের সুইমিংপুল উপহার দিয়েছেন পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুর রহমান। আজ বুধবার দুপুর ১টার দিকে পরশুরাম উপজেলা পুকুরের উত্তর পাশে দুই লাখ টাকা বরাদ্দে পরশুরাম উপজেলা প্রশাসন পক্ষ থেকে শিশুদের জন্য সুইমিংপুল উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুর রহমানের সহধর্মিণী আফরোজা আক্তার ও তার দুই ছেলে চৌধুরী আজরফ সাহমাত সারার, চৌধুরী আর্শমান শেহরুজ সারহানসহ স্থানীয় তাহসিনুল হক সাবিত, আফরাহা ওয়ারিশা, মোস্তাফিজুর রহমান পরশুরামে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ফিতা কেটে সুইমিংপুল উদ্বোধন করেন।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী শাহ আলম ভূঁইয়া। এ ছাড়া পরশুরাম পৌরসভার প্রকৌশলী মোহাম্মদ আব্দুল আলিম জামাতের পৌর আমির মোহাম্মদ মোস্তফা, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আবদুল মুহিত ভুইঁয়া রাজন, পরশুরাম মডেল পাইলট হাইস্কুলে সহকারী প্রধান শিক্ষক পেয়ার আহমেদসহ অনেকে।

উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান বলেন, সাম্প্রতিক ২৪ সালের ভয়াবহ বন্যায় ফেনীর মানুষ একেবারে পানিবন্দি হয়ে পড়েন। আমি তখন পরশুরামে নতুন যোগদান করি। তখন আমি বিভিন্ন এলাকায় গিয়ে দেখেছি এখানকার অনেকে ছেলে-মেয়েরা সাঁতার জানে না। তাই তাদের কথা ভেবে এই সুইমিংপুল তৈরি করা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত