কিশোরগঞ্জের কটিয়াদীতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে গত মঙ্গলবার রাতে দুই পক্ষের সংঘর্ষে আরব আলী নামে এক যুবক নিহত হয়েছেন। একই রাতে শরীয়তপুরের ভেদরগঞ্জে মুক্তা বেগম নামের এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নের কোনাপাড়া পশ্চিমহাটি গ্রামে সংঘর্ষে নিহত আরব একই গ্রামের মতিউর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আলম নামে এক ব্যক্তির কাছ থেকে ১০ হাজার টাকা পেতেন হাসান। মঙ্গলবার ইফতারের পর আলমের পক্ষে আরব আলী ও হাসানের পক্ষে ফারুক সালিশে বসেন। সালিশ চলাকালে কথা-কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের লোকজন জড়ো হয়ে সংঘর্ষে জড়ায়। এতে ঘটনাস্থলেই আরব আলী নিহত হন এবং গুরুতর আহত হন অন্তত পাঁচজন। নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক হুমায়ুন কবির জানান, সন্ধ্যা ৭টার দিকে কটিয়াদীর করগাঁও থেকে চিকিৎসার জন্য অজ্ঞাতনামা কয়েক যুবককে চিকিৎসার জন্য আনা হয়। এ সময় দেখা যায়, একজনের বুকে একটি আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
নিকলী থানার ওসি কাজী আরিফ উদ্দিন বলেন, লাশ আইনি প্রক্রিয়া শেষে কটিয়াদী মডেল থানায় হস্তান্তর করা হবে।
কটিয়াদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম বলেন, পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বড় বোন সুরমা বেগম বাদী হয়ে ফারুকসহ পাঁচ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত সাত জনকে আসামি করে হত্যা মামলা করেন। ভাংরি নামে এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শরীয়তপুরের ভেদরগঞ্জের ছয়গাঁও ইউনিয়নের বাড়িজঙ্গল গ্রামে নিহত মুক্তা বেগম (৫৫) বাড়িজঙ্গল গ্রামের মান্নান গাজীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুক্তা বেগমকে ঘরে একা রেখে তারাবির নামাজ আদায় করতে যান স্বামী মান্নান গাজী। নামাজ আদায় করে ঘরে ফিরে দেখেন মুক্তার নিথর মরদেহ রক্তাক্ত অবস্থায় খাটের ওপর পড়ে আছে। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানান।
বাড়িজঙ্গল গ্রামের সাজ্জাদ হোসেন বলেন, ‘গ্রামে ডাকাত ঢুকেছে বলে মসজিদ থেকে মাইকিং করছিল। তখন মাইকের আওয়াজ শুনে ঘটনাস্থলে আসি। এসে দেখি মুক্তা বেগম রক্তাক্ত অবস্থায় খাটের ওপর পড়ে আছেন।’ ভেদরগঞ্জ থানার ওসি পারভেজ হাসান সেলিম বলেন, ওই নারীর ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি রাত ৮টা থেকে ৯টার মধ্যে ঘটেছে। তিনি বলেন, বাড়িজঙ্গল এলাকায় বিষয়টি ডাকাতির ঘটনা বলে প্রচার চলছে। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়। পুরো বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানান তিনি।