রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

পার্বত্য তিন জেলায় নগদ অর্থ ও চাল অনুদান বরাদ্দ

আপডেট : ২৭ মার্চ ২০২৫, ০৪:১৪ এএম

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা পবিত্র ঈদুল ফিতর এবং মাহে রমজান উপলক্ষে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের অনুকূলে বরাদ্দকৃত খাত থেকে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, ও বান্দরবান জেলা প্রশাসক বরাবর ১২ লাখ টাকা এবং পার্বত্য তিন জেলা পরিষদ চেয়ারম্যানদের অনুকূলে ৪৫০ টন চাল অনুদান মঞ্জুরি প্রদান করেন। ২৫ মার্চ জারিকৃত মঞ্জুরিপত্রে তিন পার্বত্য জেলার ইসলাম ধর্মাবলম্বীদের ‘ঈদুল ফিতর এবং মাহে রমজান রোজা উপলক্ষে খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান জেলা প্রশাসকদের অনুকূলে ১২ লাখ টাকা এবং গত ১৭ মার্চ জারিকৃত মঞ্জুরি আদেশে বিভিন্ন মসজিদে অনুদান হিসেবে বিশেষ প্রকল্প কর্মসূচির আওতায় ২০২৪-২৫ অর্থবছরে খাদ্যশস্য হিসেবে ৪৫০ টন চাল উপ-বরাদ্দ প্রদান করা হয়। বিজ্ঞপ্তি

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত