স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর ১৪ জন অনারারি লেফটেন্যান্টকে অনারারি ক্যাপ্টেন পদে এবং ২৫ জন মাস্টার ওয়ারেন্ট অফিসারকে অনারারি লেফটেন্যান্ট পদে অনারারি কমিশন দেওয়া হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীর ১৪ জন অনারারি লেফটেন্যান্ট থেকে অনারারি ক্যাপ্টেন পদে পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন লে. মো. আব্দুল কাফি সরকার, এসপিপি, লে. মো. শাহিনুর ইসলাম, আর্টিলারি; লে. মোহা. মাহাবুর রহমান, এসজিপি, ইঞ্জিনিয়ার্স; লে. মো. হেলাল উদ্দিন, ইঞ্জিনিয়ার্স; লে. মো. জিয়াউর রহমান, ইঞ্জিনিয়ার্স; লে. মো. জহুরুল ইসলাম, সিগন্যালস; লে. মো. আমিরুল ইসলাম, এএসসি; লে. মো. রফিকুল ইসলাম, অর্ডন্যান্স; লে. মো. হারুন-অর-রশিদ, অর্ডন্যান্স; লে. মোহাম্মদ মাইন উদ্দিন ভূঁইয়া, ইএমই; লে. মোহাম্মদ সেলিম ভূঞা, ইএমই; লে. মো. শাহ আলম, এসিসি; লে. মুহাম্মদ মতিউর রহমান, এএমসি; লে. মো. আলাল উদ্দীন, এএমসি।
সেনাবাহিনীর ২৫ জন মাস্টার ওয়ারেন্ট অফিসারের মধ্যে অনারারি লেফটেন্যান্ট পদে কমিশনপ্রাপ্তরা হচ্ছেন মাস্টার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ ফিরোজ আলম, আর্মার্ড; মো. মুসারুল হক, আর্টিলারি; মোহাম্মদ নুরুল ইসলাম, আর্টিলারি; মো. রইছ উদ্দিন, ইঞ্জিনিয়ার্স; মো. আক্তারুজ্জামান, ইঞ্জিনিয়ার্স; মো. রুহুল আমিন, ইঞ্জিনিয়ার্স; ফরাজী মো. কামরুজ্জামান, সিগন্যালস; মোহাম্মদ মিজানুর রহমান, সিগন্যালস; মো. রেজাউল করিম, সিগন্যালস প্রমুখ। আইএসপিআর