দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে অবস্থান করছে জিম্বাবুয়ে দল। একে তো খর্বশক্তির দলটির বিপক্ষে সিরিজ নিয়ে কারও তেমন আগ্রহ নেই, তার ওপর আছে বৃষ্টির সম্ভাবনাও। সব মিলিয়ে কোনো সম্প্রচারকারী প্রতিষ্ঠানও এই সিরিজ সম্প্রচারে আগ্রহ দেখায়নি। তাই শেষ ভরসা হলো বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।
আগামী ২০ এপ্রিল সিলেটে মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্টটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। ধারাভাষ্য ও সম্প্রচার স্বত্ব বিক্রির লক্ষ্যে গত ১৯ মার্চ ‘এক্সপ্রেশন অব ইন্টারেস্ট’ (ইওআই) আহবান করেছিল বিসিবি। তবে নির্ধারিত সময়সীমা ৭ এপ্রিল পেরিয়ে গেলেও কোনো বিড জমা পড়েনি। একাধিক সূত্র জানিয়েছে, সিরিজটির বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে সন্দেহ থাকায় সম্প্রচারকারী প্রতিষ্ঠানগুলো আগ্রহ দেখায়নি।
মিলেনিয়াম মিডিয়া কনসোর্টিয়ামের অধীনে দেশের মাটিতে সিরিজ সম্প্রচারের জন্য টি স্পোর্টস ও জিটিভির সঙ্গে চুক্তির মেয়াদও শেষ হয়ে গেছে গত অক্টোবরে। এই যখন অবস্থা, তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মনোনীত স্যাটেলাইট প্রোডাকশন ফিডের মাধ্যমে সিরিজটি সম্প্রচারের দায়িত্ব নিয়েছে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বিটিভি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিটিভির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।