ইন্দোনেশিয়ার জাকার্তায় এএইচএফ কাপ দারুণ জয়ে শুরু করেছে বাংলাদেশ। গ্রুপের প্রথম ম্যাচে বাংলাদেশ ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে কাজাখস্তানকে। আশরাফুল ইসলাম করেছেন জোড়া গোল। বাংলাদেশ এই আসরে শেষ চারবারের চ্যাম্পিয়ন।
শুক্রবার ম্যাচে প্রথম গোল পেতে ২৪ মিনিট অপেক্ষা করতে হয় বাংলাদেশকে। পেনাল্টি কর্নার থেকে আশরাফুল গোল করে দলকে লিড এনে দেন।
৬ মিনিট পর কাজাখস্তান ম্যাচে সমতা ফেরায়। ৩৮ মিনিটে বাংলাদেশ আবারও লিড নেয়। পেনাল্টি কর্নার থেকে নাইম উদ্দিন গোল করেন। পরের মিনিটে রাকিবুল হাসান আক্রমণ থেকে গোল করে ম্যাচের স্কোরলাইন ৩-১ করেন। ৪৪ মিনিটে বাংলাদেশ চতুর্থ গোল করে কাজাখস্তানকে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে দেয়। স্ট্রাইকার সোহানুর রহমান সবুজ পেনাল্টি কর্নার থেকে চতুর্থ গোল আদায় করে নেন। ম্যাচ শেষের এক মিনিট আগে আশরাফুল পেনাল্টি কর্নার থেকে দলের পঞ্চম ও নিজের দ্বিতীয় গোলটি করেন।
'বি' গ্রুপে বাংলাদেশের পরের ম্যাচ আগামীকাল স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে।