বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২
দেশ রূপান্তর

যে বিখ্যাত ফুটবল ম্যাচগুলো আলোকস্বল্পতায় বন্ধ হয়েছিল

আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ০৭:৪০ পিএম

আলোকস্বল্পতার কারণে আজ মঙ্গলবার স্থগিত হয়ে গেছে বসুন্ধরা কিংস বনাম আবাহনী লিমিটেডের মধ্যকার ফেডারেশন কাপ ফাইনাল ম্যাচটি। ময়মনসিংহের রফিকউদ্দিন ভূইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে হানা দেয় কালবৈশাখী ঝড়। এরপর খেলা পুনরায় শুরু করলেও অতিরিক্ত সময়ের শেষ ১৫ মিনিটের খেলা মাঠে গড়ায়নি। শুধু এই ম্যাচ নয়, ফুটবল দুনিয়ায় আলোকস্বল্পতার কারণে বেশ কিছু ম্যাচই ভেস্তে যাওয়ার ঘটনা আছে।

উইম্বলডন বনাম আর্সেনাল, সেলহার্স্ট পার্ক (২২ ডিসেম্বর, ১৯৯৭): ম্যাচটির দ্বিতীয়ার্ধের মাত্র ১৩ সেকেন্ড পরে ফ্লাডলাইট বন্ধ হয়ে গিয়েছিল। ম্যাচে তখনো কোনো গোল হয়নি। ১২ মিনিট মেরামতের পর খেলা আবার শুরু হলেও, পাঁচ মিনিট পরে আবার আলো বন্ধ হয়ে যায়। শেষ পর্যন্ত রেফারি ম্যাচটি বাতিল করেন। ঝড়ে উড়ে যায় ময়মনসিংহ রফিকউদ্দিন ভূইয়া স্টেডিয়ামের ডাগআউট।

ওয়েস্ট হ্যাম বনাম ক্রিস্টাল প্যালেস, আপটন পার্ক (৩ নভেম্বর, ১৯৯৭): ঘটনা ম্যাচের ৬৫তম মিনিটের খেলায় তখন ছিল ২-২ সমতা। আধঘণ্টার মতো বিদ্যুৎ লাইন সচল করার চেষ্টা করেও লাভ হয়নি। শেষে ম্যাচটি বাতিল করা হয়।

ডার্বি কাউন্টি বনাম উইম্বলডন, প্রাইড পার্ক (১৪ আগস্ট, ১৯৯৭): ডার্বির নতুন স্টেডিয়ামে প্রথম প্রিমিয়ার লিগের খেলাটি জেনারেটরের ত্রুটির কারণে ৫৬ মিনিটে পরিত্যক্ত হয়েছিল। ডার্বি কাউন্টি তখন ২-১ গোলে এগিয়ে ছিল। ছয়জন ইলেক্ট্রিশিয়ান চেষ্টা করেও বিদ্যুতের লাইন সচল করতে পারেননি।

ম্যানচেস্টার ইউনাইটেড বনাম ওয়েস্ট হ্যাম, ওল্ড ট্র্যাফোর্ড (১০ জানুয়ারী, ১৯৯৯): বিদ্যুতের অতিরিক্ত লোড এবং বৈদ্যুতিক সরঞ্জামের ত্রুটির কারণে ফ্লাডলাইট বিকল হয়ে গিয়েছিল। ৪৫ মিনিট পর অবশ্য খেলা পুনরায় শুরু হয় এবং ম্যানচেস্টার ইউনাইটেড ৪-১ গোলে জিতে যায়।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত