সিলেটে ১৭৪ রান তাড়া করতে নামা জিম্বাবুয়ের ৭ উইকেট তুলে নিয়েছিল মেহেদী হাসান মিরাজ, তাইজুলরা। কিন্তু শেষপর্যন্ত জয় তুলে নিয়েছে জিম্বাবুয়ে। টার্গেটটা আরেকটা বড়ো হলে ম্যাচটটা জিততে পারতো বাংলাদেশ। জিম্বাবুয়েকে সেই বড়ো লক্ষ্য না দিতে পারার ব্যর্থতা নাজমুল হোসেন শান্ত'র। চতুর্থ দিন সকালে ৬০ রান নিয়ে খেলতে নেমে দ্বিতীয় বলেই বাজে শটে আউট হয়ে যান বাংলাদেশ অধিনায়ক। ম্যাচ শেষে সেই ব্যর্থতা স্বীকার করলেন শান্ত। দায় নিলেন হারের।
বলেন, 'বাকিদের দোষ দিচ্ছি না। সকালে আমরা যখন ব্যাট করতে নামি, যদি আরেকটু সময় টিকে থেকে রান করতাম, তাহলে ২০০-২২০ রান হত। কিন্তু এই রানটা হয়নি। এর দায় সম্পূর্ণ আমি নিচ্ছি, কারণ আমি খুবই বাজে একটা সময় আউট হয়েছি।'
সংবাদ সম্মেলেন এক সাংবাদিক প্রশ্ন করেন, 'আপনাদের বেতন বাড়ানো হয়েছে। ম্যাচ ফি বেড়েছে। আর কি করলে আপনাদের পারফরম্যান্স ভালো হবে?' জবাবে শান্ত বলেন, 'অনেকদিন পর বেতন বেড়েছে। এটা অবশ্যই ভালো খবর। বিসিবি অনেক আন্তরিক এই ক্ষেত্রে। তারা চেষ্টা করছেন। কিন্তু আর কি করলে পারফরম্যান্স ভালো হবে এটা বোধহয় বসে আমাদের আলোচনা করে ঠিক করতে হবে।'