ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা হ্যারি কেইন, অধিনায়কও তিনি। বিশ্বকাপ ও ইউরোতে সর্বোচ্চ গোলদাতাও হয়েছেন। ক্লাব পর্যায়েও গড়েছেন এ কীর্তি, জিতেছেন ইউরোপিয়ান গোল্ডেন শু। যে স্ট্রাইকারের এত এত অর্জন তার দুঃখ কেবল একটি শিরোপা! অবশেষে শেষ হতে যাচ্ছে হ্যারি কেইনের সেই দুঃখ। জীবনের প্রথম ট্রফিটা হয়তো আজই জিততে পরেন তিনি!
পেশাদার ক্যারিয়ারের প্রথম ট্রফি থেকে দুই জয় দূরে কেইন। তবে বুন্দেসলিগাতে মেইঞ্জের বিপক্ষে বায়ার্ন ম্যাচে জিতলে আর লেভারকুজেন নিজেদের ম্যাচে হারলে বা ড্র করলে আজই শিরোপা জিতবে বাভারিয়ানরা। আর ফুটবলার হিসেবে প্রথম ট্রফি জয়ের আনন্দে মাতবেন কেইন।
টটেনহ্যামে ১৪ বছরের ক্যারিয়ারে নিজেকে বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার হিসেবে প্রতিষ্ঠিত করলেও জেতা হয়নি শিরোপা। ২০১১ সালে টটেনহ্যামের যুব দল থেকে মূল দলে যোগ দিয়েছিলেন। প্রথম কয়েক মৌসুমে ধারে অন্যত্র খেললেও ২০১৩ সাল থেকে টটেনহ্যামে নিয়মিত ছিলেন। কেইন বায়ার্নে যোগ দেওয়ার পর গেল মৌসুমে শিরোপাহীন কেটেছে জার্মান ক্লাবটির। অথচ ওই মৌসুমেও বায়ার্নের সর্বোচ্চ গোলদাতা ছিলেন তিনি।
জাতীয় দলের হয়েও পাননি সাফল্য। ইংল্যান্ডের হয়ে পরপর দুবার ইউরোর ফাইনালে খেলেও শিরোপাহীন থাকতে হয়েছিল কেইনকে। ২০১৮ বিশ্বকাপে গোল্ডেন বুট জিতলেও ইংল্যান্ড হয়েছিল চতুর্থ। কেইন বলেন, ‘এমন অনেক মানুষ আছে যারা আমার ক্যারিয়ার জুড়ে একটি কথাই বলেছে, আমি কোনো শিরোপা জিতিনি। তাদের অনেককে চুপ করাতে পারাটা দারুণ হবে।’
জার্মান লিগে এই মৌসুমে ৩০ ম্যাচ শেষে ৭২ পয়েন্টে শীর্ষে বায়ার্ন। দুইয়ে থাকা লেভারকুজেনের পয়েন্ট সমান ম্যাচে ৬৪। অর্থাৎ আট পয়েন্টের ব্যবধান। আজ বায়ার্ন যদি জেতে তাদের পয়েন্ট হবে ৭৫। লেভারকুজেন যদি নিজেদের ম্যাচ থেকে এক পয়েন্টও পায় তাদের পয়েন্ট হবে ৬৫। অর্থাৎ ১০ পয়েন্টের পার্থক্য। বুন্দেসলিগাতে মৌসুমে হয় ৩৪টি করে ম্যাচ। ফলে আজ এমনটি ঘটলে বাকি থাকা তিন ম্যাচ থেকে সর্বোচ্চ ৯ পয়েন্ট যোগ করতে পারবে লেভারকুজেন। তাই আজ অ্যালিয়াঞ্জ অ্যারেনাতে প্রস্তুত থাকবে উৎসবের মঞ্চ।