মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ৩ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

মানসিক অবসাদে ক্রিকেট থেকে বিরতিতে নিদা দার

আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, ১১:২২ এএম

পাকিস্তানের নারী ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা তারকা নিদা দার সাময়িক অবসরে গেছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি নিজেই এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন দেশের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে না খেলা এই অল-রাউন্ডার। ৩৮ বছরের এই ক্রিকেটার মানসিক অবসাদে ভুগছেন।

সোশ্যাল মিডিয়ায় নিদা দার লিখেছেন, ‘আমার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে সাম্প্রতিক অতীতে বেশ কিছু ঘটনা ঘটেছে। ঘটনাগুলো আমার মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করেছে। তাই ক্রিকেট থেকে সাময়িক বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আপাতত নিজেকে নিয়ে থাকতে চাই। অনুগ্রহ করে ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করবেন। সবাইকে ধন্যবাদ।’

নিদা দারকে জাতীয় দলের হয়ে সর্বশেষ দেখা গেছে মেয়েদের গত ওয়ানডে বিশ্বকাপে। চলতি বছর তিনি কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। গত বছর বিশ্বকাপের ঠিক আগে দারকে সরিয়ে পাকিস্তানের নারী টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হয় ফতিমা সানাকে। পিসিবির সেই সিদ্ধান্তে হতাশা গোপন করেননি দার।

সাময়িক বিরতির সিদ্ধান্তের পেছনে এসব কারণ আছে কিনা তা জানা যায়নি। অভিজ্ঞ এই ক্রিকেটার জাতীয় দলের হয়ে ১১২টি ওয়ানডেতে ১৬৯০ রান করেছেন, বল হাতে শিকার করেছেন ১০৮টি উইকেট। ১৬০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২ হাজার ৯১ রানের সঙ্গে ১৪৪টি উইকেট নিয়েছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত