মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

ইপিএলে জিততে ভুলে গেছে ম্যানইউ

আপডেট : ০৪ মে ২০২৫, ০৯:৫৯ পিএম

ইউরোপা লিগে ফাইনালের পথে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে সেই দলটিরই ইংলিশ প্রিমিয়ার লিগে দুর্দশা কাটছে না। আজ রবিবার লিগের ৩৫তম রাউন্ডের ম্যাচে ব্রেন্টফোর্ড ৪-৩ গোলে হারিয়েছে ম্যানইউকে। লিগে এ নিয়ে টানা ৬ ম্যাচ জয়হীন রইলো রেড ডেভিলরা।

৩৫ ম্যাচে এটি ম্যানইউর ১৬তম হার। তারা আছে পয়েন্ট টেবিলের ১৫ নম্বরে। আজ ওয়েস্ট হ্যাম ও টটেনহ্যামের ম্যাচ ১-১ গোলে ড্র হয়। যদি ম্যাচটিতে স্পার্সরা জিততে পারতো তবে ম্যানইউ নেমে যেতো ১৬ নম্বরে।

ব্রেন্টফোর্ডের মাঠে ১৪ মিনিটে মেসন মাউন্টের গোলে এগিয়ে যায় ম্যানইউ। তবে ২৭ মিনিটে লুক শ'র আত্মঘাতী গোলে সমতায় ফেরে ব্রেন্টফোর্ড। ৩৩ ও ৭০ মিনিটে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন কেভিন শাদে। ৭৪ মিনিটে ব্যবধান আরও বাড়ান ইয়ানে ভিসা।

৮২ মিনিটে আলেহান্দ্রো গারনাচো এবং ম্যাচের যোগকরা সময়ে আমাদ দিয়ালো গোল করলেও হার নিয়েই মাঠ ছাড়তে হয় রেড ডেভিলদের।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত