চট্টগ্রামে আব্দুস সালাম মোল্লা (৫৪) নামে কথিত এক মানবাধিকার সংগঠনের কর্মীকে ৩৯০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। রবিবার (১১ মে) নগরীর রেলস্টেশন এলাকা থেকে তাকে ডিএনসির চট্টগ্রাম মেট্রো শাখা গ্রেপ্তার করে।
আব্দুস সালাম মোল্লা নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন দয়াকান্দা এলাকার আব্দুল তাহের মোল্লার ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মেট্রো শাখার উপ-পরিচালক হুমায়ূন কবির খোন্দকার জানান, গ্রেপ্তারের পরে আব্দুস সালাম মোল্লা কখনো মানবাধিকার নেতা কখনো সাংবাদিক পরিচয়ে দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা কিনে দেশের বিভিন্ন এলাকায় ব্যবসা করে আসছিলেন বলে স্বীকার করেছেন।
কক্সবাজার জেলার কলাতলী এলাকা থেকে প্রতিপিস ইয়াবা ১২০ টাকা করে কিনে রাতে সেখানে একটি হোটেলে ছিলেন। গোপন সংবাদ পেয়ে আব্দুস সালাম মোল্লাকে ইয়াবার চালানসহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।