সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

রোবোটিক সেন্টারের জন্য ২০ কোটি টাকার যন্ত্র দিল চীন

আপডেট : ১২ মে ২০২৫, ০৭:৩৭ এএম

চীন সরকার বাংলাদেশকে একটি রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টার চালুর জন্য প্রায় ২০ কোটি টাকা মূল্যের রোবোটিক যন্ত্রপাতি দিয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ^বিদ্যালয়ের (বিএমইউ) চিকিৎসকরা। তারা জানান, বিএমইউতে এই সেন্টার স্থাপন করা হচ্ছে। চালু করতে পারলে এটাই হবে বাংলাদেশের প্রথম রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টার। এই সেন্টারে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে।

গতকাল রবিবার এই সেন্টার চালুর লক্ষ্যে বিএমইউতে শুরু হওয়া প্রশিক্ষণ কর্মসূচিতে চিকিৎসকরা এই তথ্য জানান। প্রশিক্ষণ কার্যক্রম চলবে ১৪ মে পর্যন্ত। এতে চিকিৎসক, ফিজিওথেরাপিস্টসহ ২১ প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন। চীনের সাতজন বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারের সমন্বয়ে গঠিত চীনা টেকনিক্যাল টিম প্রশিক্ষণ দিচ্ছে।

অনুষ্ঠানে বিএমইউয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ও রিহ্যাবিলিটেশন সেন্টার ইমপ্লিমেন্টেশন কমিটির সভাপতি অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ বলেন, এই সেন্টারে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে। আহতদের মধ্যে যারা দীর্ঘমেয়াদি সমস্যায় ভুগছেন ও পুনর্বাসনের প্রয়োজন, তারা এই সেন্টারের মাধ্যমে উপকৃত হবেন। সেন্টারটি চালু হলে উন্নত চিকিৎসার জন্য যেসব (সংশ্লিষ্ট রোগীরা) রোগী বিদেশ যায়, তারা এখানে চিকিৎসা নিতে পারবে।

রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টারের প্রধান অধ্যাপক ডা. মো. আব্দুস শাকুর বলেন, রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টার দক্ষিণ এশিয়াতেই খুব একটা নেই বললেই চলে। এই সেন্টারে রয়েছে ৬২টি রোবট। এর মধ্যে এআই বেসইসড রোবটের সংখ্যা ২২টি।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত