শনিবার, ১৪ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
দেশ রূপান্তর

মুন্সীগঞ্জে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ১২ মে ২০২৫, ০৫:১৫ পিএম

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বাড়ির পাশে ডোবায় পড়ে আয়াতুল খান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।  সোমবার (১২ মে) সকালে উপজেলার দক্ষিণ খিদিরপুর গ্রামে এই ঘটনা ঘটে। 

আয়াতুল ওই গ্রামের জাহিদ খানের একমাত্র ছেলে। 

পারিবারিক সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে শিশু আয়াতুল সকলের অগোচরে বাড়ির প্রায় ৩০ মিটার দূরে তার নানির খোঁজে বের হয়। একপর্যায়ে অসাবধানতাবশত সে বাড়ির পাশের একটি ডোবায় পড়ে যায়। পরিবারের লোকজন অনেকক্ষণ তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে ডোবার পানিতে আয়াতুলের মরদেহ ভাসতে দেখে তারা। 

আয়াতুলের নানা মো. জনবলি জানান, সকাল থেকে আমার নাতির কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। আমরা অনেক জায়গায় খুঁজেছি। পরে চিপাখাল নামক স্থানে তার নিথর দেহ পানিতে ভাসতে দেখি। প্রথমে আমরা ভেবেছিলাম ওটা কোনো খেলনা। কিন্তু পরে আমার মেয়ে কাছে গিয়ে দেখে, সেটি তার আদরের ছেলে আয়াতুলের মরদেহ। আমরা তাৎক্ষণিকভাবে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই, কিন্তু সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন জানান, ডোবার পানিতে ডুবে ওই শিশুর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। শিশুর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত