প্রতিবছরের মতো এবারও মুক্তিযুদ্ধের বীরকন্যাকে সংবর্ধনা দিয়েছে অরাজনৈতিক ও সামাজিক সংগঠন ‘চেষ্টা’। সোমবার (১২ মে) সন্ধ্যা ৭টায় রাজধানীর রাওয়া ক্লাবের এ্যাংকর হলে মুক্তিযুদ্ধের ৫ জন বীরকন্যাকে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম. হামিদ।
চেষ্টার সভাপতি লায়লা নাজনীন হারুনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সাবেক সেনাপ্রধান ও চেষ্টার প্রতিষ্ঠাতা লেফট্যানেন্ট জেনারেল (অব.) এম. হারুন-অর-রশিদ বীর প্রতীক। উপদেষ্টাদের মধ্যে সাবেক অতিরিক্ত সচিব জহিরুল হক, বাংলা একাডেমীর সাবেক সভাপতি সেলিনা হোসেন ও লে. কর্নেল (অব.) কাওসার মাহমুদ। এছাড়া স্বাগত বক্তব্য রাখেন ‘চেষ্টা’র সাধারণ সম্পাদক গুলসান নাসরীন চৌধুরী। উক্ত অনুষ্ঠানে বীরকন্যাদের সম্মাননা প্রদান করেন প্রধান অতিথি এবং বিশেষ অতিথিরা।
দ্বিতীয় পর্বে নৃত্য পরিবেশন করেন দেশের বিশিষ্ট শিল্পী ‘ভঙ্গিমা ডান্স গ্রুপের’ পরিচালক সায়লা আহম্মেদ, বিশিষ্ঠ কণ্ঠশিল্পী তিমির নন্দী, লিনু বিল্লাহ, চন্দনা মজুমদার এবং লায়লা নাজনীন হারুনের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয় এবং অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন শিরিন শিলা, বিশিষ্ঠ সংবাদ পাঠক বাংলাদেশ বেতের ও টেলিভিশন।