মুন্সীগঞ্জে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় মহিলা আসামিদের জন্য লাইব্রেরি চালু করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে মহিলা হাজতখানার সামনে লাইব্রেরির উদ্বোধন করেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন। শতাধিক বই নিয়ে মহিলা হাজতখানার এ লাইব্রেরির যাত্রা শুরু হয়েছে। এতে করে হাজতখানায় আনা মহিলা আসামিরা বই পড়ে সময় কাটানোর সুযোগ পাচ্ছেন। লাইব্রেরির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মানিক দাস, মুহসিনা হোসেন তুষি, নুসরাত শারমিন, মোসা. রহিমা আক্তার ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দুরদানা রহমান।
এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি জাকারিয়া মোল্লা, সাধারণ সম্পাদক পারভেজ আলম, পাবলিক প্রসিকিউটর (পিপি) হালিম হোসেন, জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (ভিপি) মো. তোতা মিয়া, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি জাহাঙ্গীর হোসেন ঢালী প্রমুখ।