গাজীপুরের কালিয়াকৈরে অভিযান চালিয়ে তিন মিষ্টির দোকানের মালিক ও ধূমপানকারী দুই পথচারীকে দুই লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ভেজালযুক্ত ৬-৭ মণ মিষ্টি নষ্ট করা হয়। গতকাল মঙ্গলবার দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ। অভিযানে শিমুলতলী এলাকার সুমন মিষ্টান্ন ভা-ারের মালিককে ১ লাখ টাকা, ভাই ভাই মিষ্টান্ন ভা-ারের মালিককে ১ লাখ টাকা ও কালিয়াকৈর বাজারের ইসলামিয়া সুইটমিট নামের আরেক মিষ্টির দোকানের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে প্রকাশ্যে ধূমপান করার অপরাধে দুই পথচারীকে ১০০ টাকা করে জরিমানা করা হয়।