শনিবার, ১৪ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
দেশ রূপান্তর

দুই ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট : ১৪ মে ২০২৫, ১২:০৭ এএম

গাজীপুরের কালিয়াকৈরে অভিযান চালিয়ে তিন মিষ্টির দোকানের মালিক ও ধূমপানকারী দুই পথচারীকে দুই লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ভেজালযুক্ত ৬-৭ মণ মিষ্টি নষ্ট করা হয়। গতকাল মঙ্গলবার দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ। অভিযানে শিমুলতলী এলাকার সুমন মিষ্টান্ন ভা-ারের মালিককে ১ লাখ টাকা, ভাই ভাই মিষ্টান্ন ভা-ারের মালিককে ১ লাখ টাকা ও কালিয়াকৈর বাজারের ইসলামিয়া সুইটমিট নামের আরেক মিষ্টির দোকানের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে প্রকাশ্যে ধূমপান করার অপরাধে দুই পথচারীকে ১০০ টাকা করে জরিমানা করা হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত