শনিবার, ১৪ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
দেশ রূপান্তর

সিলেট থেকে গেল প্রথম হজ ফ্লাইট

আপডেট : ১৪ মে ২০২৫, ১০:১৯ পিএম

সিলেট থেকে মদিনার উদ্দেশে ছেড়ে গেছে প্রথম হজ ফ্লাইট। বুধবার (১৪ মে) বিকাল সাড়ে ৫টায় বাংলাদেশ বিমানের বিজি-২৩৭ নং ফ্লাইটটি ৪০৮ জন হজযাত্রী নিয়ে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। এ বছর সিলেট থেকে আরও ৪টি ফ্লাইট হজযাত্রী পরিবহন করবে। সিলেট-জেদ্দা রুটের ওই ফ্লাইটগুলো আগামী ২৩, ২৫, ২৬ ও ২৯ মে পরিচালিত হবে। 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট জেলা ব্যবস্থাপক শাহ নেওয়াজ জানান, বুধবার সিলেট থেকে ৩৫০ জন ও ঢাকা থেকে ৫৮ জনসহ মোট ৪০৮ জন হজযাত্রী নিয়ে মদিনার উদ্দেশে ফ্লাইটটি ছেড়ে যায়।

বিকালে সিলেট-মদিনা হজ ফ্লাইটের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্মসচিব সফিউল আলম। এ সময় তিনি বলেন, এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। আর সিলেট থেকে ২ হাজার ৭০০ জন হজে যাবেন। হজ যাত্রীদের যাতে কোনো ধরনের সমস্যা না হয় ও হজযাত্রা যাতে নির্বিঘ্ন হয় সেজন্য বিভিন্ন পর্যায়ে অনেকগুলো কমিটি কাজ করছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় হজ যাত্রীদের সেবায় কোথায়ও কোনো ঘাটতি রয়েছে কিনা এসব বিষয় মনিটরিং করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আনোয়ার উজ জামান, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত