মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

‘যাদের বলার মতো গল্প আছে, তারাই টেস্ট ক্রিকেটে সফল হয়’

আপডেট : ১৫ মে ২০২৫, ০৯:৪০ এএম

হুট করেই গত সোমবার টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়ে দিয়েছেন বিরাট কোহলি। ক্রিকেট মাঠে তার আগ্রাসন, খুশিতে লাফিয়ে ওঠা, কখনও কখনও ফিল্ডিং করার সময় কোমর দোলানোর মতো অসংখ্য দৃশ‌্যের সাক্ষী থেকেছে জনতা। উপহার দিয়েছেন অসংখ্য স্মরণীয় মুহূর্ত। কোহলির অবসরের দিন ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছিলেন তার স্ত্রী আনুশকা শর্মা। এর দুই দিন পর আবারও তিনি সরব হলেন।

স্ট‌্যান্ড আপ কমেডিয়ান বরুণ গ্রোভারের একটি পোস্টের জবাবে সোশ্যাল মিডিয়ায় আনুশকা লিখেছেন, ‘যাদের কোনো বলার মতো গল্প আছে, তারাই টেস্ট ক্রিকেটে সফল হয়। এমন একটা গল্প যা সুদীর্ঘ এবং যার গভীরতা এতটাই যে পিচ নিয়ে ভাবে না, আবহাওয়া দেখে না, ঘাস আছে কী নেই- সেটা খুঁজতে যায় না, বাইশ গজ শুকনো না ভেজা তাতে কিছু যায় আসে না, দেশে খেলছি নাকি বিদেশে, তাতেও কোনো পার্থক্য হয় না।’

ভারতের হয়ে ১২৩ টেস্টে ৪৬.৮৫ গড়ে ৯ হাজার ২৩০ রান করেছেন কোহলি। এই ফরম্যাটে তিনি ৩০টি সেঞ্চুরি করেছেন। পরিসংখ‌্যানের দিক থেকে বিচার করলে লাল বলের ক্রিকেটে ভারতের সর্বকালের সেরা অধিনায়কের নাম কোহলি। ৬৮ টেস্টে নেতৃত্ব দিয়ে জিতেছেন ৪০টি। কোহলির অবসরের পর আনুশকা লিখেছিলেন, ‘সবাই তোমার রেকর্ড এবং মাইলফলকের কথা বলবে, কিন্তু আমি মনে রাখব তোমার চোখের জল। যা তুমি কখনও কাউকে দেখাওনি। সেই লড়াই, যার সাক্ষী একমাত্র আমি।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত