মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

ইয়ামালের চোখ ধাঁধানো গোলে লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা

আপডেট : ১৬ মে ২০২৫, ১০:২৫ এএম

লামিনে ইয়ামাল- আরও একবার ১৭ বছরের এই তরুণের জাদুতে বুঁদ হয়ে রইল ফুটবল বিশ্ব। এস্পানিওলকে হারিয়ে দুই ম্যাচ হাতে রেখে লা লিগা শিরোপা জিতল বার্সেলোনা। বৃহস্পতিবার রাতে কাতালান ডার্বিতে ২-০ গোলে জিতেছে হান্সি ফ্লিকের দল। এক মৌসুম পর তারা লা লিগা শিরোপা পুনরুদ্ধার করল। স্পেনের শীর্ষ লিগে এটি তাদের ২৮তম শিরোপা।

এস্পানিওলের আরসিডিই স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ৭ম মিনিটেই খেলা বন্ধ হয়ে যায়। স্টেডিয়ামের বাইরে জট পাকিয়ে থাকা লোকজনের ওপর দিয়ে একটি গাড়ি চালিয়ে দিলে অনেকেই আহত হন। পরে খেলা শুরু হলে ত্রয়োদশ মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগ পায় বার্সেলোনা। কিন্তু লেভানডস্কির শট পোস্টের বাইরে দিয়ে যায়। আক্রমণ-পাল্টা আক্রমণ চললেও প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি।

বিরতির পর ৫৩তম মিনিটে অবিশ্বাস্য এক গোলে বার্সেলোনাকে এগিয়ে নেন ইয়ামাল। ডান দিকে বক্সের বাইরে দানি ওলমোর সঙ্গে বল দেওয়া-নেওয়া করে তিন খেলোয়াড়কে কাটিয়ে আড়াআড়ি এগিয়ে জায়গা বানিয়ে ২০ গজ দূর থেকে বাঁ পায়ে শট নেন। বল বুলেটের গতিতে পৌঁছে যায় জালে। ৮০তম মিনিটে ইয়ামালের পেটে জোরে আঘাত করে সরাসরি লাল কার্ড দেখেন স্বাগতিক ডিফেন্ডার লিয়ান্দ্রো কাবরেরা।

এই মৌসুমে বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে ১৭ গোল করার পাশাপাশি ২৫টি অ্যাসিস্ট করেছেন ইয়ামাল। ৮৬তম মিনিটে বক্সে আলগা বল পেয়েও গোল করতে পারেননি এই স্প্যানিশ তারকা। তবে যোগ করা সময়ের ৬ষ্ঠ মিনিটে সেই ইয়ামালের পাস ধরে ব্যবধান দ্বিগুণ করেন লোপেজ। এই জয়ে এস্পানিওলের বিপক্ষে লা লিগায় টানা ২৮ ম্যাচে অপরাজিত রইল বার্সেলোনা।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত