বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২
দেশ রূপান্তর

দেবীগঞ্জে দেড় কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

আপডেট : ১৬ মে ২০২৫, ১১:২৫ এএম

পঞ্চগড়ের দেবীগঞ্জে র‍্যাবের বিশেষ অভিযানে প্রায় দেড় কোটি টাকার এক বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে। মূর্তি পাচারের সন্দেহে আবু বক্কর ছিদ্দীক নামে এক যুবককে আটক করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে র‍্যাব-১৩ এবং ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২, নীলফামারীর একটি যৌথ দল এই অভিযান পরিচালনা করে।

র‍্যাব সূত্র জানায়, দন্ডপাল ইউনিয়নের মাটিয়াপাড়া এলাকায় উমর আলীর ছেলে মো. মুকুলের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ভারত পাঠানোর উদ্দেশ্যে রাখা ৩৩ কেজি ৫০০ গ্রাম ওজনের কষ্টিপাথরের মূর্তি এবং আবু বক্কর ছিদ্দীককে আটক করা হয়। মুকুল ও ছিদ্দীকের সম্পর্ক শ্বশুর-জামাইয়ের। ছিদ্দীক পামুলী ইউনিয়নের মাদারের ঝাড় এলাকার মোবারক শেখের ছেলে।

র‍্যাবের তথ্যমতে, ছিদ্দীক বিষ্ণু মূর্তিটি ভারতে পাচার করতে আনেন শ্বশুরবাড়িতে রেখে রাখেন। উপযুক্ত সময়ের অপেক্ষায় ছিলেন। অভিযান শুরু হলে বিষয়টি বুঝে ছিদ্দীক সাদা রঙের একটি প্লাস্টিকের বস্তা নিয়ে পালানোর চেষ্টা করলে র‍্যাব সদস্যরা তাকে গ্রেফতার করেন। বস্তা থেকে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১ কোটি ৫০ লাখ টাকা।

এ ঘটনায় নীলফামারী র‍্যাব-১৩ এর ইন্সপেক্টর আব্দুর রাজ্জাক বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি, ১-এ ধারায় দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন এবং আসামিকে থানায় হস্তান্তর করেন।

দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিকে শুক্রবার আদালতে পাঠানো হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত