শনিবার, ১৪ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
দেশ রূপান্তর

মোহামেডানে তিন ভূমিকায় শিরোপা জিতলেন আলফাজ

আপডেট : ১৭ মে ২০২৫, ০৯:১৬ পিএম

সমীকরণ আগেই জানা ছিল আজ ফর্টিসের কাছে আবাহনী হারলেই লিগ চ্যাম্পিয়ন হবে মোহামেডান। হলোও তাই। ফর্টিস ২-১ গোলে হারায় আবাহনীকে। তাকে লিগ শিরোপা নিশ্চিত হয় মোহামেডানের। সাদা-কালো জার্সি ধারী ক্লাবটির সাফল্যের নেপথ্যে নায়ক কোচ আলফাজ আহমেদ।

এই শিরোপা আলফাজের জন্যও বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, তিনটি ভিন্ন ভূমিকায় মোহামেডানের হয়ে লিগ জয়ের অনন্য রেকর্ড গড়েছেন তিনি। ১৯৯৬ সালে খেলোয়াড় হিসেবে, ১৯৯৯ সালে অধিনায়ক হিসেবে, ২০০৫ সালে জাতীয় লিগ জেতেন অধিনায়ক হয়ে। আর এবার, ২০২৫ সালে কোচ হিসেবে এনে দিলেন পেশাদার যুগের প্রথম লিগ শিরোপা।

২০১৩ সালে এই মোহামেডানের জার্সিতেই পেশাদার ফুটবলে ইতি টানেন আলফাজ। ২০২০ সালে ক্লাবটিতে সহকারী কোচ হিসেবে যোগ দেন। ২০২৩ সালের লিগের দ্বিতীয় পর্বে সহকারী থেকে প্রধান কোচের দায়িত্ব পান আলফাজ।

শিরোপা জয়ের পর আলফাজ বলেন, 'অনেক কষ্টের ফসল এই চ্যাম্পিয়নশিপ। আমাদের অনেক কিছুই ছিল না। মাঠ, ভালো খেলোয়াড় সঙ্কট। এ সব কিছু মেনে নিয়ে খেলোয়াড়রা যে পরিমান পরিশ্রম করেছে, সেটা না বললেই নয়। একমাত্র আমাদের ফুটবল কমিটির চেয়ারম্যান ও ক্লাব সভাপতি ছাড়া পাশে কাউকেই পাইনি। আমাদের অভিভাবকদের চ্যাম্পিয়নশিপের চাওয়া ছিল না। তারা বলতেন ক্লাবের ঐতিহ্যটা ফিরিয়ে আনতে। আমরা সেই চেষ্টাই করেছি।'

 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত